November 9, 2025

  • Home
  • All
  • ইতালি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ ইরাদ আলী
Image

ইতালি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ ইরাদ আলী

প্রখ্যাত শিল্পপতি ও আতিথেয়তা খাতের উদ্যোক্তা মোহাম্মদ ইরাদ আলী ইতালি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (IBCCI) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ও ইতালির মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদ ইরাদ আলী চট্টগ্রামের অন্যতম আইকনিক হোটেল হোটেল আগ্রাবাদ-এর মালিক ও উপব্যবস্থাপনা পরিচালক এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ইন্ট্রাকো গ্রুপ-এর উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি, রিয়েল এস্টেট, বিনোদন পার্ক, রিফুয়েলিং স্টেশন এবং হসপিটালিটি খাতে বিস্তৃত এই গ্রুপের নেতৃত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

১৫ বছরেরও বেশি ব্যবসায়িক নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বর্তমানে জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড,  এ অ্যান্ড আই লিমিটেড এবংএ অ্যান্ড আই ফুড অ্যান্ড বেভারেজ-এর প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে পারিবারিক ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হয়ে তিনি একাধিক ইউনিটে সম্প্রসারণ ও বৈচিত্র্য আনয়নে কৌশলী চিন্তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন ঘটিয়েছেন।

তিনি শুধু কর্পোরেট জগতেই নয়, দেশের ব্যবসায়িক পরিমণ্ডলেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এর আগে তিনি ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার, কোরিয়াবাংলাদেশ চেম্বার এবংবাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (BBIN) ট্যুরিজম ফোরাম-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ-এর পরিচালক এবং FBCCI BIHA-এর সঙ্গে যুক্ত রয়েছেন।

সামাজিকও নাগরিক কর্মকাণ্ডে ও তিনি প্রশংসনীয় অবদান রাখছেন। তিনি ঢাকারউত্তরা ক্লাব, চট্টগ্রামের শাহিন গলফ ক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটি, মাশিশুহাসপাতাল এবংআঞ্জুমান-এ-মুফিদুল ইসলাম রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য।

শিক্ষাজীবনে তিনি অস্ট্রেলিয়ারইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে তথ্যপ্রযুক্তিতে ডিপ্লোমা অর্জন করেন এবংন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC)-এর Capstone Course 2024/1-এ অংশগ্রহণ করেন।

শিল্প ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, মোহাম্মদ ইরাদ আলীর নেতৃত্বে IBCCI নতুন উচ্চতায় পৌঁছাবে এবং বাংলাদেশি ব্যবসার জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Related Posts

বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্প্রসারণে বিসিআই–জেট্রোর করণীয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ–জাপান বাণিজ্য সম্প্রসারণে বিসিআই–জেট্রোর করণীয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আমন্ত্রণে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজুইকি কাতাওকা (Mr.…

Nov 9, 2025
সিলেটে উন্মোচিত বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

সিলেটে উন্মোচিত বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি

সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনার সামনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজ ২০২৫–এর…

Nov 9, 2025
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অর্জনে তিন শিক্ষার্থীকে সম্মাননা দিলেন হাইকমিশনার সুসান রাইল

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অর্জনে তিন শিক্ষার্থীকে সম্মাননা দিলেন হাইকমিশনার সুসান রাইল

অস্ট্রেলিয়ান হাইকমিশন, বাংলাদেশ সম্প্রতি তিনজন বাংলাদেশিকে সম্মাননা প্রদান করেছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডে অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য।…

Nov 9, 2025
Scroll to Top