July 14, 2025

  • Home
  • All
  • এফবিসিসিআই এবং চীনা ব্যবসায়ীদের মধ্যে সভা অনুষ্ঠিত
Image

এফবিসিসিআই এবং চীনা ব্যবসায়ীদের মধ্যে সভা অনুষ্ঠিত

বাংলাদেশে কৃষি, প্রযুক্তি, জ্বালানি, ফিনটেক, অবকাঠামোসহ চামড়া ও চামড়াজাত পণ্যে বাণিজ্য সম্ভাবনা দেখছেন চীনের ব্যবসায়ীরা।

রোববার (০১ জুন ২০২৫) বিকেলে রাজধানীর মতিঝিলে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা সফররত চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে আলোচনা এবং বিটুবি (বিজনেস টু বিজনেস) সভা অনুষ্ঠিত হয়। এ সময়, সম্ভাবনাময় খাতে বিনিয়োগসহ বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে জয়েন্ট-ভেঞ্চার ব্যবসায় উদ্যোগে আগ্রহ ব্যক্ত করেন চীনের ব্যবসায়ীরা।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মোঃ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিল্প বৈচিত্রকরণ এবং রপ্তানি সম্প্রসারণের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন সম্ভাবনাকে কাজে লাগানো এবং প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে উভয় দেশকে যৌথভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ), গবেষণাসহ স্টার্ট-আপ ইকোসিস্টেম উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

এ সময়, চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান এবং চায়না ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টর (সিআইসিসিপিএস) -এর ভাইস চেয়ারম্যান চিয়াং চি জানান, ইতিমধ্যে ঢাকা সফরের আওতায় বাংলাদেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। এফবিসিসিআই এর সঙ্গে আলোচনা এবং বিটুবি সভা দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই‘র সহায়ক কমিটির সদস্য নাসরিন ফাতেমা আউয়াল, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রবীর কুমার সাহা, বেলায়েত হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, মীর টেলিকমের পরিচালক মেহরিন নাসির, এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যান্যরা।

Related Posts

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলী আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) জাপান এয়ারলাইন্সের (জাপান এয়ারলাইন্স) ভাইস প্রেসিডেন্ট…

Jul 14, 2025
আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AASAB) সম্প্রতি তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন করেছে। এই সভার…

Jul 14, 2025
জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উপলক্ষে হারনেট ফাইন আর্টস এবং ঢাকায় জাপান দূতাবাসের যৌথ আয়োজনে আগামী…

Jul 14, 2025
Scroll to Top