July 14, 2025

  • Home
  • All
  • গ্যাপেক্সপো ২০২৫ সেমিনারে অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের টেকসই প্রবৃদ্ধির গুরুত্ব আরোপ
Image

গ্যাপেক্সপো ২০২৫ সেমিনারে অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের টেকসই প্রবৃদ্ধির গুরুত্ব আরোপ

অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং খাতের জন্য সরকারের নীতি সহায়তা প্রয়ােজন। বিশ্ব বাজারে সরাসরি রফতানি বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বক্তারা বলেন, এতে করে এই খাত বিশ্ব বাজারে প্রতিযোগীতা করে সরাসরি রফতানি বাড়াতে পারবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি, ২০২৫) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘সাসটেইনেবল অ্যাপ্রোচ বাই বিজিএপিএমইএ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। ১৪তম গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোজিশন (গ্যাপেক্সপো ) ২০২৫ এবং এর সমসাময়িক ইভেন্ট, গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ (জিটিবি) ২০২৫ উপলক্ষে এই সেমিনার আয়ােজন করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ আয়োজনে চার দিনব্যাপী মেলায় পোশাক, নিটওয়্যার, প্যাকেজিং, পাদুকা থেকে পণ্য, টেক্সটাইল শিল্পের কাঁচামাল এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতে উচ্চ মূল্য সংযোজনের হয়ে থাকে। এ কারনে একসময়ের আমদানিনির্ভর এই শিল্প এখন দেশের চাহিদা মিটিয়ে সরাসরি রপ্তানি হচ্ছে।

তিনি বলেন, “সঠিক সরকারের নীতির সহায়তার মাধ্যমে বাংলাদেশের এই খাত বিশ্ব বাজারে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।” সৌর বিদ্যুতে বিনিয়োগ দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য উপকারী হিসাবে বর্ণনা করে এ খাতে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।

ডক্টর মুস্তাফিজ বলেন, বৈশ্বিক বাজার সম্প্রসারণের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার বিপরীতে এই নিজেদের সক্ষমতা আর উৎপাদনশীলতার উপর নজর বাড়াতে হবে।

বিজিএপিএমইএর সাবেক সভাপতি চৌধুরী রাফেজ আলম তার মূল বক্তব্যে সবুজ রূপান্তরের জন্য পর্যাপ্ত সরকারি সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য দেওয়ার জন্য বিশ্ব ক্রেতাদের প্রতি আহ্বান জানান।

“উন্নয়ন অংশীদারদের উচিত তাদের সিএসআর কর্মসূচির মাধ্যমে পশ্চাৎপদ সংযোগ শিল্পকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব বাজারের সরাসরি রপ্তানির অংশীদারিত্ব বাড়াতে নগদ প্রণোদনাসহ সরকারের নীতি সহায়তা দরকার।

বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি শামস মাহমুদ বলেন, জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এটাকে শিল্পের টেকসইতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন তিনি।

“আমরা সরকারের কাছ থেকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পাচ্ছি না। সরকার যদি নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চিত করে, তাহলে শিল্পের আর ভর্তুকি লাগবে না বলে মনে করেন তিনি।

মাহমুদ বলেন, কারখানা চালু অবস্থায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলে অত্যাধুনিক যন্ত্রপাতির ক্ষতিগ্রস্থ হয় এবং এসময় প্রক্রিয়াজাত পণ্যের অপচয় হয়, যাতে করে একটি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়।

শামস মাহমুদ নিজস্ব ডিজাইনের মাধ্যমে পর্যায়ে মূল্য সংযোজন বাড়ানোর ওপর গুরুত্ব দেন। দক্ষতা বাড়াতে ও জ্বলানি স্বাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে উদ্ভূদ্ধ করতে সরকারি প্রণোদনা দেওয়ার আহ্বান জানান তিনি।

রপ্তানিকারকদের জন্য সম্ভাব্য বিক্রয় পয়েন্ট হিসাবে পুনর্বীকিরণযোগ্য শক্তি এবং কম পানি দক্ষতার বাড়ানোর পরামর্শ দেন তিনি। রোমারিক ডেভিল, ট্রিমকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তারা একটি “ডিজিটাল পাসপোর্ট” সিস্টেম চালু করেছেন যা একটি পণ্যের সম্পূর্ণ সাপ্লাই চেইন ডেটা ট্র্যাক করে।

জিএইচও ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জো ওয়েইনম্যান, পরিবেশগত উদ্বেগকে মোকাবেলা করে পুনঃব্যবহৃত প্লাস্টিক থেকে কালো রংয়ের হ্যাঙ্গার তৈরি করে তার প্রতিষ্ঠান।

কোরিয়া প্যাকেজিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কিম চ্যাং সুন, তার দেশে পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং সামগ্রীর প্রচারে সরকারি নিয়মাবলী এবং সামাজিক প্রচারণার মাধ্যমে বর্জ্য হ্রাসে কোরিয়ার সাফল্য তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে পরিবেশবান্ধব অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্য সরবরাহের মাধ্যমে পোশাক শিল্পের প্রবৃদ্ধির গতিপথে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিজিএপিএমইএ সভাপতি মোঃ শাহরিয়ার।

Related Posts

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলী আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) জাপান এয়ারলাইন্সের (জাপান এয়ারলাইন্স) ভাইস প্রেসিডেন্ট…

Jul 14, 2025
আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AASAB) সম্প্রতি তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন করেছে। এই সভার…

Jul 14, 2025
জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উপলক্ষে হারনেট ফাইন আর্টস এবং ঢাকায় জাপান দূতাবাসের যৌথ আয়োজনে আগামী…

Jul 14, 2025
Scroll to Top