July 7, 2025

  • Home
  • All
  • নববর্ষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের আহ্বান প্রধান উপদেষ্টার
Image

নববর্ষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার।”

নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজকে সবাইকে আপন করে নেয়ার দিন। এবারের নববর্ষ, নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন, আমরা বিগত বছরগুলির গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন, নতুন বাংলাদেশ গড়ে তুলি।”

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং তাকে এগিয়ে নিতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এসব ঐতিহ্য শুধু যেন নিজেদের মধ্যেই না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্ব দরবারে।”

তিনি নববর্ষকে বাঙালির সর্বজনীন ও প্রাণের উৎসব উল্লেখ করে বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সর্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষ বরণের দিন।”

বাংলা সনের উৎপত্তি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ইউনূস জানান, “বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য, ‘ফসলি সন’ হিসেবে। এখনো এদেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বোনেন, ফসল তোলেন।”

তিনি বলেন, “হালখাতা’ এখনকার আধুনিক সময়েও অনেকেই ঐতিহ্য ধরে রেখেছেন বাংলাদেশের হাটে-বাজারে, শহরে-বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতল পাটি, মাটির হাঁড়ি-পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ্য করে।”

পাহাড়ি ও সমতলের জাতিগোষ্ঠীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছেন।”

সবশেষে তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নববর্ষ ১৪৩২ আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ ১৪৩২ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি।”

অধ্যাপক ইউনূস নববর্ষ উপলক্ষে আয়োজিত সকল উদ্যোগ ও আয়োজনের সাফল্য কামনা করেন।

Related Posts

মারাকেশে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আইসিওয়াইএফ সভাপতির বৈঠক অনুষ্ঠিত

মারাকেশে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আইসিওয়াইএফ সভাপতির বৈঠক অনুষ্ঠিত

ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (ICYF)-এর সভাপতি তাহা আয়হান সোমবার (৩০ জুন, ২০২৫) মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত “মারাকেশ OIC ইয়ুথ…

Jul 7, 2025
নেপালের রাষ্ট্রদূতের সাথে বিদ্যুৎ উপদেষ্টার বৈঠক: দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে একমত

নেপালের রাষ্ট্রদূতের সাথে বিদ্যুৎ উপদেষ্টার বৈঠক: দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে একমত

সোমবার (৭ জুলাই, ২০২৫) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের সঙ্গে সৌজন্য…

Jul 7, 2025
আন্তঃদেশীয় জলবায়ু সহযোগিতার আহ্বান: কাঠমান্ডুতে “International Climate Camp 2025”-এ বাংলাদেশের নেপাল রাষ্ট্রদূতের বক্তব্য

আন্তঃদেশীয় জলবায়ু সহযোগিতার আহ্বান: কাঠমান্ডুতে “International Climate Camp 2025”-এ বাংলাদেশের নেপাল রাষ্ট্রদূতের বক্তব্য

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত “আন্তর্জাতিক জলবায়ু শিবির ২০২৫: দক্ষিণ এশিয়ায়…

Jul 7, 2025
Scroll to Top