পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইশাক দার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (২৩ আগস্ট, ২০২৫) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনায় মূলত পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদার করার উপায় এবং আঞ্চলিক সাম্প্রতিক উন্নয়ন নিয়ে গুরুত্ব দেওয়া হয়।