August 3, 2025

  • Home
  • All
  • বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বর্ণাঢ্য আয়োজন
Image

বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বর্ণাঢ্য আয়োজন

বছর ঘুরে আবারও দোরগোড়ায় বড়দিন এবং ইংরেজি নববর্ষ। বড়দিন উদযাপন এবং ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ প্রতি বছরের ন্যায় এই বছরও থাকছে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজন। সমগ্র হোটেল জুড়ে বিরাজ করবে উৎসবের আমেজ এবং থাকবে জমকালো সাজসজ্জা। হোটেলের লবি এবং ক্যাফে বাজার রেস্তোরাঁতে থাকবে ক্রিসমাস ট্রি এবং বিশেষ গুডিজ হাউজ।

বড়দিনে আগত শিশুদেরকে বিভিন্ন চমকপ্রদ উপহার দিয়ে বরণ করে নেয়ায় জন্য উপস্থিত থাকবে সান্টা ক্লজের উপস্থিতি। আগত অতিথিদের কে উৎসবের পরিপূর্ণ আমেজ দেয়ার জন্য হোটেলের টেরাকোটা চত্তরে থাকবে জমকালো সাজসজ্জা এবং সেই সাথে হোটেলের প্রবেশদ্বারে থাকবে বিশেষ আলকজ্জল রেইনডিয়ার।

বড়দিন উপলক্ষে সোনারগাঁও হোটেলের সুইমিং পুলের পাশে অবস্থিত ওয়েসিস এ ২৫শে ডিসেম্বর সকাল ১০-৩০ টা থেকে রাত ৯-৩০ পর্যন্ত চলবে পরিবার ও ছোট সোনামনিদের সবার প্রিয়, বিখ্যাত ‘ক্রিসমাস কিডস্ কার্নিভ্যাল” অনুষ্ঠান। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে সোনারগাঁও হোটেলের সাথে এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে যোগ দিচ্ছে “টপি ফান ওয়ার্ল্ড”। এই কার্নিভ্যালে শিশুরা বিভিন্ন রকম গেইম রাইড, পাপেট শো, ম্যাজিক শো এবং নাগরদোলা সহ আরও অনেক কিছু উপভোগ করতে পারবে। কার্নিভ্যালে আগত প্রাপ্তবয়স্ক এবং শিশু সকলের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি মাত্র ১,৫০০ টাকা এবং ব্র্যাক ব্যাংক এর কার্ড ব্যবহার করলেই পাওয়া যাবে টিকেট মূল্যের ওপর ১৫% ছাড়। এছাড়াও এই কিডস কার্নিভ্যালের টিকেটের সাথে থাকছে ‘টগি ফান ওয়ার্ল্ড” এ আগামী ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ফ্রি এন্ট্রি এবং ২টি গেমস উপভোগ করার সুবর্ণ সুযোগ। “টগি ফান ওয়ার্ল্ড এ আগামী ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ফ্রি এন্ট্রি এবং ২টি গেমস উপভোগ করার সুবর্ণ সুযোগ। “স্টপি ফাল ওয়ার্ল্ড এর অথিতিদের জন্য থাকছে কিডস্ কার্নিভ্যাল টিকেট মূলোর ওপর ১০% ছাড়।

বড়দিনের বর্ণিল আয়োজন অংশ হিসেবে ২৪ এবং ২৫শে ডিসেম্বর হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁতে থাকবে বিশেষ বুফে ডিনার, যার মুল্য নির্ধারণ করে হয়েছে জনপ্রতি মাত্র ৬৫০০ টাকা। হোটেলের সুইমিং পুলের পাশে অবস্থিত পুলক্যাফেতেও থাকবে লাইভ মিউসিকের সাথে আকর্ষণীয় বারবিকিউ বুফে ডিনার এবং এই বুফে ডিনারও পাওয়া যাবে জনপ্রতি মাত্র ৪৯৫০ টাকায়। ক্যাফে বাজার এবং পুলক্যাফে দুই রেস্তোরাঁতেই, বুফে ডিনারে, থাকবে নির্দিষ্ট ব্যাংক কার্ডে ১টি কিনলে ১টি ফ্রি অফার। এবং সিটি ব্যাংক এমেক্স কার্ডে ২৫ এবং ৩১ ডিসেম্বর এ থাকছে বুফে বারবিকিউ এবং বুফে ডিনারে নির্দিষ্ট কার্ডে ১টি কিনলে ২টি ফ্রি অফার।

এছাড়াও হোটেলের লবি লাউঞ্জ এবং লবিতে অবস্থিত গুডিজ হাউজে ২৫শে ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে রকমারি ক্রিসমাস গুডিজ, হরেকরকম ক্রিসমাস কেক ও পেস্ট্রি। বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে সোনারগাঁও হোটেলের প্যাসিফিক এভিনিউতে ২৫ এবং ৩১ ডিসেম্বর এ থাকছে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে আকর্ষণীয় লাইভ মিউজিকের অনুষ্ঠান এবং প্যাসিফিক এভিনিউতে প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জন প্রতি মাত্র ৬০০০ টাকা।

২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে খুবই বর্ণাঢ্য ভাবে বরণ করে নেয়ার জন্য ৩১শে ডিসেম্বর সোনারগাঁও হোটেলের ক্যাফে বাজার থাকবে বিশেষ বুফে ডিনার এবং পুলক্যাফে তে থাকবে আকর্ষণীয় বারবিকিউ বুফে ডিনার। দুই রেস্তোরাঁতেই বুফে ডিনারের মূল্য নির্ধারণ করা হয়েছে জন প্রতি মাত্র ৬৫০০ টাকা এবং সেই সাথে বুফে ডিনারে নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকবে ১টি কিনলে ১টি ফ্রি অফার। এবং সিটি ব্যাংক এমেক্স কার্ডে নির্দিষ্ট কার্ডে ১টি কিনলে ২টি ফ্রি অফার। বছরের শেষ দিবস ৩১শে ডিসেম্বর সোনারগাঁও হোটেলের প্যাসিফিক এভিনিউতে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে আকর্ষণীয় লাইভ মিউজিকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় সঙ্গিত ব্যান্ড তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিবে। প্যাসিফিক এভিনিউতে প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জন প্রতি মাত্র ৬০০০ টাকা।

বড়দিন এবং নববর্ষ উপলক্ষে হোটেলর রেস্তোরাঁগুলোতে বিভিন্ন অফারের পাশাপাশি হোটেলের রুমের ক্ষেত্রেও চলবে আকর্ষণীয় অফার। প্রতিরাত মাত্র ১১,৯৯৯ টাকায় ২ জনের জন্য বুফে ব্রেকফাস্ট সহ পাওয়া যাবে ডিলাক্স রুম। বড়দিন এবং নববর্ষের জমকালো আয়োজনের অংশ হিসেবে হোটেলে আকর্ষণীয় র‍্যাফেল ড্র এর ব্যাবস্থাও রয়েছে। এই র‍্যাফেল ড্রতে অংশগ্রহন করে জিতে নিন আকর্ষণীয় উপহার।

আয়োজিত সকল অনুষ্ঠানের টিকিট এখন থেকেই পাওয়া যাচ্ছে হোটেলের লবিতে এবং ‘টগি ফান ওয়ার্ল্ড” এ। এছাড়াও +৮৮০১৭১৩৩৮২৬০৯ এবং +৮৮০২২২২২৪০৪০০ নম্বরে কল করে অনুষ্ঠান সম্পর্কিত যেকোনো তথ্য জেনে নিতে পারবেন আগ্রহী অতিথিগণ।

Related Posts

বাণিজ্য, জ্বালানি, শিক্ষাসহ বহুমুখী ক্ষেত্রে নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আহ্বান নেপালি রাষ্ট্রদূতের

বাণিজ্য, জ্বালানি, শিক্ষাসহ বহুমুখী ক্ষেত্রে নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আহ্বান নেপালি রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরে উভয় দেশের মধ্যে বাণিজ্য,…

Aug 3, 2025
বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন

বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন

অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশ জানিয়েছে—বাংলাদেশ ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইদের প্রতিভা আজ বিশ্বমঞ্চে নতুন মাত্রা যুক্ত করছে। এরই ধারাবাহিকতায়…

Aug 3, 2025
ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে নিযুক্ত হলেন নাদিয়া ইতানি

ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে নিযুক্ত হলেন নাদিয়া ইতানি

বাংলাদেশে ডেনমার্কের দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স বিভাগের নতুন প্রধান হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিশেষজ্ঞ মিস…

Aug 3, 2025
Scroll to Top