July 7, 2025

  • Home
  • All
  • বসন্ত উৎসবে রঙিন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
Image

বসন্ত উৎসবে রঙিন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

“ফাগুনের রঙে রাঙিয়ে দেই প্রাণ, গানে আর আনন্দে বরণ করি বসন্তের আহ্বান!”—এই প্রতিপাদ্যকে ধারণ করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর কালচারাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো “বসন্ত উৎসব ১৪৩১”।

বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও আবৃতিতে প্রাণচঞ্চল হয়ে ওঠে ক্যাম্পাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হুসাইন এবং সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারহানা শারমিন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, জার্নালিজম, কমিউনিকেশন এ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক, কথা নাহিয়ান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভিসি স্যার বলেন, “আজকের এই উৎসব আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐক্যবদ্ধতাকে তুলে ধরে। এই আনন্দময় অনুষ্ঠানে প্রত্যক্ষ করা যায়, কিভাবে আমাদের ক্যাম্পাস সংস্কৃতি ও শৈল্পিক উৎকর্ষতায় সর্বদা অগ্রসর। বসন্তের এই মাধুর্যে আমাদের ছাত্র-ছাত্রীদের উদ্যম ও সৃজনশীলতা অনন্য, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব।”

রেজিস্টার স্যারেরও উক্তি ছিল উদ্দীপনাময়। তিনি বলেন, “এই উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের একত্রিত অংশগ্রহণ আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সৃজনশীলতার মাধুর্যে এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তকে স্বর্ণছড়া করে তুলেছে।”

সকাল থেকেই শিক্ষার্থীরা বাহারি রঙের পোশাকে সেজে উৎসবস্থলে ভিড় জমাতে শুরু করে। নাচ, গান, কবিতা আবৃতিসহ নানা আয়োজনে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আদিবাসী শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এই আনন্দদায়ক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরাও প্রশংসা করেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের সৃজনশীলতা, যা শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে সর্বদা অগ্রণী ভূমিকা রাখছে।

Related Posts

মারাকেশে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আইসিওয়াইএফ সভাপতির বৈঠক অনুষ্ঠিত

মারাকেশে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আইসিওয়াইএফ সভাপতির বৈঠক অনুষ্ঠিত

ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (ICYF)-এর সভাপতি তাহা আয়হান সোমবার (৩০ জুন, ২০২৫) মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত “মারাকেশ OIC ইয়ুথ…

Jul 7, 2025
নেপালের রাষ্ট্রদূতের সাথে বিদ্যুৎ উপদেষ্টার বৈঠক: দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে একমত

নেপালের রাষ্ট্রদূতের সাথে বিদ্যুৎ উপদেষ্টার বৈঠক: দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদারে একমত

সোমবার (৭ জুলাই, ২০২৫) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের সঙ্গে সৌজন্য…

Jul 7, 2025
আন্তঃদেশীয় জলবায়ু সহযোগিতার আহ্বান: কাঠমান্ডুতে “International Climate Camp 2025”-এ বাংলাদেশের নেপাল রাষ্ট্রদূতের বক্তব্য

আন্তঃদেশীয় জলবায়ু সহযোগিতার আহ্বান: কাঠমান্ডুতে “International Climate Camp 2025”-এ বাংলাদেশের নেপাল রাষ্ট্রদূতের বক্তব্য

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত “আন্তর্জাতিক জলবায়ু শিবির ২০২৫: দক্ষিণ এশিয়ায়…

Jul 7, 2025
Scroll to Top