July 17, 2025

  • Home
  • All
  • বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
Image

বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার জন্য সেদেশের Under Secretary of State (International Trade) Jarno Syrjala কে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার (০৮ এপ্রিল, ২০২৫) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ফিনল্যান্ড সরকারের এ উচ্চ প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, দূতাবাস চালু, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের চলমান বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় দেশটি সহযোগিতা করতে পারে। তাছাড়া দেশটিতে বাংলাদেশ থেকে আরও বেশি হারে দক্ষ ও শিক্ষিত জনশক্তি রপ্তানি করা প্রয়োজন। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে Under Secretary of State বলেন, ফিনল্যান্ডে প্রায় ৬ হাজার বাংলাদেশী অভিবাসী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিক্ষার্থী। যারা দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফিনল্যান্ডের সরাসরি কোন দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও দীর্ঘসূত্রিতা হচ্ছে। বর্তমানে ফিনল্যান্ড ভারতের নয়াদিল্লীতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীরতর করার জন্য ঢাকায় ফিনল্যান্ডের একটি দূতাবাস খোলা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে একমত পোষণ করে ফিনল্যান্ডের Under Secretary of State (International Trade) Jarno Syrjala বিষয়টি সেদেশের সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক। মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন সময় এসেছে তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের। এ ব্যাপারে তিনি ফিনল্যান্ড সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা এসময় বাংলাদেশ থেকে আরও অধিক হারে তৈরি পোশাক আমদানি ও বিনিয়োগের জন্য ফিনল্যান্ডের Under Secretary of State কে আহ্বান জানান।

বৈঠকে ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের Unit for South Asia and Southeast Asia এর ডিরেক্টর Veikko Kiljunen, South Asia এর টিম লিডার Ville Andersson, ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত (Delhi based) Kimmo Lähdevirta সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

জাপানের অর্থায়নে গাইবান্ধায় এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চোখের চিকিৎসা সরঞ্জাম প্রদান প্রকল্প উদ্বোধন

জাপানের অর্থায়নে গাইবান্ধায় এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চোখের চিকিৎসা সরঞ্জাম প্রদান প্রকল্প উদ্বোধন

গাইবান্ধা জেলায় অবস্থিত এসকেএস চক্ষু হাসপাতালের জন্য চক্ষু চিকিৎসা সরঞ্জাম সরবরাহ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫)…

Jul 17, 2025
ফুজাইরাহ চেম্বার চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ফুজাইরাহ চেম্বার চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ সাঈদ বিন সরুর আল সারকি-এর সঙ্গে মঙ্গলবার…

Jul 17, 2025
নেপাল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলকে ঢাকায় স্বাগত জানালো বাংলাদেশে নেপালের দূতাবাস

নেপাল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলকে ঢাকায় স্বাগত জানালো বাংলাদেশে নেপালের দূতাবাস

বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকায় অবস্থানরত নেপাল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে…

Jul 16, 2025
Scroll to Top