August 3, 2025

  • Home
  • All
  • বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান করছে এনগ্রো হোল্ডিংস
Image

বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ অনুসন্ধান করছে এনগ্রো হোল্ডিংস

পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস-এর সিইও আবদুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল, ২০২৫) স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে এনগ্রো সিইও বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে কোম্পানির কার্যক্রম বিস্তারে প্রবল আগ্রহ প্রকাশ করেন।

“বাংলাদেশের টেলিকম খাতে আমরা ব্যাপক সম্ভাবনা দেখছি। একই সঙ্গে ভোলার গ্যাস সরবরাহ করে দেশের শিল্পখাতে জ্বালানি সহায়তা দেওয়ার বিষয়েও আমরা আগ্রহী,” বলেন দাউদ।

এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এনগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এমন প্রকল্পে কাজ করতে চাই, যা টেকসই এবং দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।”

বিনিয়োগ নিয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে আসেন দাউদ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলনের প্রশংসা করে তিনি বলেন, “বিডা সামিটটি ছিল মানবিক দৃষ্টিভঙ্গির—সত্যিই আন্তরিক, অতিথিপরায়ণ ও উদ্দেশ্যপূর্ণ। এত শীর্ষস্থানীয় কোম্পানিকে এক ছাদের নিচে দেখতে পারাটা ছিল অনন্য অভিজ্ঞতা।”

অধ্যাপক ইউনূস এনগ্রোর নেতৃত্বকে বাংলাদেশে পুনরায় আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, “আমি আপনাদের আবার আসার আমন্ত্রণ জানাই। বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ আছে—শুধু বিনিয়োগকারীদের জন্য নয়, গোটা বিশ্বের জন্য।”

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন সাত্তি।

Related Posts

বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে টাইগার শার্ক ২০২৫ যৌথ মহড়া সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে টাইগার শার্ক ২০২৫ যৌথ মহড়া সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের মধ্যে আয়োজিত যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক ২০২৫’-এর ৪১তম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই…

Aug 3, 2025
হালাল অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিএমসিসিআই সেমিনার অনুষ্ঠিত

হালাল অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিএমসিসিআই সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) “হালাল অর্থনীতি ৩৬০: বিশ্বব্যাপী প্রবৃদ্ধির চালিকাশক্তি” শীর্ষক সেমিনারের আয়োজন করে। এই…

Aug 3, 2025
ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ

ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ

মরক্কোর মহামান্য রাজা মোহাম্মদ ষষ্ঠ, আল-কুদস কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁর মহান নির্দেশনা জারি করেছেন ফিলিস্তিনের জনগণের, বিশেষ করে…

Aug 2, 2025
Scroll to Top