August 5, 2025

  • Home
  • All
  • বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Image

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত একটি উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা দেশের দুর্গম পাহাড়, চরের জনপদ ও সীমান্তবর্তী ব্রডব্যান্ড-বঞ্চিত এলাকাগুলোকে ইন্টারনেট কাভারেজের আওতায় আনবে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী সেবার উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশে স্টারলিংক চালুর মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।”

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এসময় উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্টারলিংকের ব্যবসা পরিচালন বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী (এনডিসি), প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জহিরুল ইসলাম, বিএসসিপিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও স্টারলিংকের মধ্যে একটি বিটু-বি (B2B) চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান ও স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন রিচার্ড গ্রিফিথসসহ অন্যান্য কর্মকর্তারা।

Related Posts

বাণিজ্য, জ্বালানি, শিক্ষাসহ বহুমুখী ক্ষেত্রে নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আহ্বান নেপালি রাষ্ট্রদূতের

বাণিজ্য, জ্বালানি, শিক্ষাসহ বহুমুখী ক্ষেত্রে নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আহ্বান নেপালি রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরে উভয় দেশের মধ্যে বাণিজ্য,…

Aug 3, 2025
বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন

বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন

অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশ জানিয়েছে—বাংলাদেশ ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইদের প্রতিভা আজ বিশ্বমঞ্চে নতুন মাত্রা যুক্ত করছে। এরই ধারাবাহিকতায়…

Aug 3, 2025
ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে নিযুক্ত হলেন নাদিয়া ইতানি

ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে নিযুক্ত হলেন নাদিয়া ইতানি

বাংলাদেশে ডেনমার্কের দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স বিভাগের নতুন প্রধান হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিশেষজ্ঞ মিস…

Aug 3, 2025
Scroll to Top