July 14, 2025

  • Home
  • All
  • বাংলাদেশ-তিউনিসিয়া সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
Image

বাংলাদেশ-তিউনিসিয়া সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক

বাংলাদেশ ও তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। একইসঙ্গে, তিউনিসিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ নিশ্চিতকরণও আলোচনার মূল বিষয় ছিল।

রাষ্ট্রদূত প্রথমে তিউনিসিয়ার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আল-নাফতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। পরবর্তীতে রাষ্ট্রদূত তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার)-এর সঙ্গে বৈঠক করেন, যেখানে লিবিয়ায় কর্মরত বাংলাদেশিদের তিউনিসিয়া হয়ে চিকিৎসা ও ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানানো হয়। পাশাপাশি, তিউনিসিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এরপর রাষ্ট্রদূত তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া)-এর সঙ্গে বৈঠক করেন, যেখানে বাংলাদেশ ও তিউনিসিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া রাষ্ট্রদূত তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকলের সঙ্গেও বৈঠক করেন এবং বাংলাদেশ দূতাবাসের ব্যাংকিং ও আর্থিক কার্যক্রমসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

তিউনিসিয়ায় বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও প্রসারিত করতে রাষ্ট্রদূত দেশটির সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন ‘তিউনিসিয়ান ইউনিয়ন অফ ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টস’ (ইউটিকা তিউনিসিয়া)-এর প্রেসিডেন্ট জনাব সামির মাজউল-এর সঙ্গে বৈঠক করেন। এ সময় ইউটিকার ভাইস প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, এবং টেক্সটাইল, অলিভ অয়েল ও খেজুরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আফ্রিকা ও এশিয়ার ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে সম্ভাবনাময় বাণিজ্যিক ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সফর আয়োজন এবং একটি ওয়ার্ক প্রোগ্রাম প্রণয়নের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও গতিশীল করার বিষয়ে একমত হন। বৈঠকের শেষে রাষ্ট্রদূত ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’-এ অংশগ্রহণের জন্য ইউটিকা তিউনিসিয়াকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

তিউনিসিয়ায় বাংলাদেশের অনাবাসী দূতাবাস হিসেবে অনুষ্ঠিত এসব বৈঠক বাংলাদেশ ও তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, তিউনিসিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার দ্বার উন্মোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Posts

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলী আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) জাপান এয়ারলাইন্সের (জাপান এয়ারলাইন্স) ভাইস প্রেসিডেন্ট…

Jul 14, 2025
আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AASAB) সম্প্রতি তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন করেছে। এই সভার…

Jul 14, 2025
জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উপলক্ষে হারনেট ফাইন আর্টস এবং ঢাকায় জাপান দূতাবাসের যৌথ আয়োজনে আগামী…

Jul 14, 2025
Scroll to Top