July 14, 2025

  • Home
  • All
  • বাণিজ্যের আকার আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা
Image

বাণিজ্যের আকার আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ, অবকাঠামো খাত ও নির্মাণ খাতে বিনিয়োগে তুর্কিয়ে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৫) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে তুর্কিয়ের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাট এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান তিনি।
শেখ বশিরউদ্দীন বলেন , বিনিয়োগের কার্যকর দিকগুলো ঠিক করতে বৈঠকে বসবে জয়েন্ট ইকনমিক কমিশন।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ তুর্কিয়েতে রপ্তানি করে ৫০০ মিলিয়ন ডলার এবং তুর্কিয়ে থেকে আমদানি করা হয় ৪৫০ মিলিয়ন ডলার। আমরা একটু বেশি রপ্তানি করি, কম আমদানি করি। এর মধ্যে গত বছর তুর্কিয়েতে আমাদের রপ্তানি ৩০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা বলেন, তুর্কিয়ে ও বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটির মত। এত বড় জনসংখ্যার ভিত্তিতে বাণিজ্যের এই আকারটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি।

বাণিজ্যের আকার আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা অর্জন করার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা খাতগুলো চিহ্নিত করেছি। খাতগুলো বাস্তবায়ন করার জন্য জয়েন্ট ইকনোমিক কমিশনে আলোচনা করে ফাংশনাল খাতগুলো ঠিক করব বলে উল্লেখ করেন শেখ বশিরউদ্দীন।

উপদেষ্টা বলেন, গার্মেন্টস, ফার্মেসি,নির্মাণ খাত, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তুর্কিয়ে চাইলে বাংলাদেশ আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

টিসিবির উপকারভোগীদের নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন , বিগত সরকারের সময়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে টিসিবির কার্ড দেয়া হয়েছিল। একই পরিবারের অনেককে দেয়া হতো। সেটি বাদ দিয়ে ১ কোটি থেকে ৬৩ লাখ করা হয়েছে। যাচাই বাছাই শেষে বাকি ৩৭ লাখ কার্ড দেওয়া হবে, এ সংখ্যা প্রয়োজনে আরো বাড়ানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার নিয়ে রমজানে কোন সমস্যা হবে না। প্রয়োজনীয় মজুদ রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো.আবদুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।

Related Posts

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলী আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) জাপান এয়ারলাইন্সের (জাপান এয়ারলাইন্স) ভাইস প্রেসিডেন্ট…

Jul 14, 2025
আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AASAB) সম্প্রতি তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন করেছে। এই সভার…

Jul 14, 2025
জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উপলক্ষে হারনেট ফাইন আর্টস এবং ঢাকায় জাপান দূতাবাসের যৌথ আয়োজনে আগামী…

Jul 14, 2025
Scroll to Top