July 14, 2025

  • Home
  • All
  • রাঙ্গামাটিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
Image

রাঙ্গামাটিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। বিজয়ের সূবর্ণজয়ন্তী মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৮৪ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সংবর্ধিত করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। 

oplus_2

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা প্রশাসক মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় শরিফুল ইসলাম শাকিল, বীর মুক্তিযোদ্ধা সুধীর কান্তি মজুমদার নান্টু, সাবেক ইউনিট কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যুগে যুগে দেশে দেশে ছাত্ররাই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সকল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। একটি রাষ্ট্র, একটি স্বাধীন ভূখণ্ড আপনারা আমাদেরকে দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এ দেশের মানুষ শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায় স্মরণ করবে চিরকাল।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধোরা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানরা ১৯৭১ সালে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন না করলে আজকের এই দিনটি আমরা পেতামনা। আমরা মুক্তিযোদ্ধা করেছি বিধায় এদেশ স্বাধীন হয়েছে। আমরা যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য। বাংলাদেশে বসবাসকারী জনগণ সুখে শান্তিতে বসবাস করবে। মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে না। কোন দাঙ্গাহাঙ্গামা থাকবে না থাকবে না ক্ষমতার লোভ। আমরা দেশকে ভালোবাসবো। দেশের আগে রাজনীতি নয়। আমাদের এই শেষ বয়সে এসে এ স্বাধীন বাংলাদেশে যদি সুস্থ রাজনীতি দেখতে পারি তাহলে আমদের স্বাধীনতার সার্থকতা হবে। দেশকে ভালবাসার আঙ্গিকে আপনারা দেশ সেবায় নিয়োজিত থাকেন সেটা রাজনীতি হোক বা প্রশাসন হোক। এ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের এই ধারা অব্যাহত রাখে, এদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সবসময় সচেষ্ট থাকে এটাই প্রত্যাশা ।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে শহীদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা সহ মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। 

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

Related Posts

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপান এয়ারলাইনসকে টোকিও-ঢাকা রুটে ফ্লাইট চালুর আহ্বান বাংলাদেশের রাষ্ট্রদূতের

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. দাউদ আলী আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) জাপান এয়ারলাইন্সের (জাপান এয়ারলাইন্স) ভাইস প্রেসিডেন্ট…

Jul 14, 2025
আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

আদিবাসী অস্ট্রেলিয়ান স্কলার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AASAB) সম্প্রতি তাদের বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে সম্পন্ন করেছে। এই সভার…

Jul 14, 2025
জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উপলক্ষে হারনেট ফাইন আর্টস এবং ঢাকায় জাপান দূতাবাসের যৌথ আয়োজনে আগামী…

Jul 14, 2025
Scroll to Top