ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ও ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ গোলটেবিল আলোচনা, যার শিরোনাম ছিল ‘ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক: ভাষা, সংস্কৃতি ও পর্যটন’। ৩০ জুলাই সকালে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফোসায়া গ্রুজো। তিনি বলেন, “বাংলাদেশের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের শিল্প-সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষত ফ্রান্সে তুলে ধরতে আলিয়ঁস ফ্রঁসেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

আলোচনায় জানানো হয়, ২০২৪ সালেও ফ্রান্স বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। রেকর্ড পরিমাণে ১০ কোটিরও বেশি আন্তর্জাতিক পর্যটক দেশটিতে ভ্রমণ করেছে, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার—যা আগের বছরের তুলনায় ১২% বেশি।
আলোচনায় বক্তারা বলেন, ফ্রান্স তার বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও রন্ধনশিল্পের কারণে বিশ্বে জনপ্রিয়, এবং এসবের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ভাষা ও সংস্কৃতি। এই প্রেক্ষাপটে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা শুধু ভাষা শিক্ষায় নয়, পর্যটনখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মোঃ মাইনুল হাসান, গ্লোবাল সাসটেইনেবল ট্যুরিজম নেটওয়ার্কের চেয়ারম্যান ও সিনিয়র সচিব (অব.) মোঃ আব্দুস সামাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ, পিপিসি বাংলাদেশের সিইও ফেরদৌস আমান দীদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রমণ ম্যাগাজিনের সম্পাদক এবং In the Streets of Paris গ্রন্থের লেখক আবু সুফিয়ান।
এই আয়োজনের অংশ হিসেবে ভ্রমণ-এর একটি বিশেষ ডিজিটাল ফ্রান্স সংস্করণ-ও প্রকাশিত হয়েছে।