July 31, 2025

  • Home
  • All
  • উদ্বোধন হলো বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলাঃ ডিটিজি ২০২৫
Image

উদ্বোধন হলো বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল মেশিনারি মেলাঃ ডিটিজি ২০২৫

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং-এর যৌথ আয়োজনে “ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি) অদ্য ২০ ফেব্রুয়ারি, ২০১৫ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় উদ্বোধন করা হয়েছে। এটি ডিটিজি-এর ১৯তম সংস্করণ, যা ২০০৪ সাল থেকে যৌথ উদ্যোগে আয়োজন করে আসছে।

জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদর্শনীটির উদ্বোধন করেন। জনাব শওকত আজিজ রাসেল, প্রেসিডেন্ট, বিটিএমএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে শামীম এহসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, বিকেএমইএ ও জনাব মোঃ হাফিজুর রহমান, এ্যাডমিনিস্ট্রেটর, এফবিসিসিআই, এবং আকাই লিন, ওভারসীজ পরিচালক, ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএমএ’র সহ সভাপতি জনাব শামীম ইসলাম ও বিটিএমএ’র পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য পরিচালকগন।

এবছর ৩৩টি দেশের ১,৬০০টি স্টল এবং ১,১০০-এরও অধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে উক্ত প্রদর্শনীতে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক মেশিনারি এবং প্রযুক্তিসমূহ প্রদর্শন করছে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক-সহ বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। মেলায় প্রদর্শিত হচ্ছে টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলাদেট, কেমিক্যালস্, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ।

এছাড়াও এবছর প্রদর্শনীর পাশাপাশি ৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারের বিষয় গুলো হলো- টেক্সটাইলদের ডায়িং এ প্রাকৃতিক রঙের ব্যবহার, সিন্থেটিক ফাইবারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, টেক্সটাইলস শিল্পের সহনশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা, টেক্সটাইল খাতে রিসাইক্লিং ও সার্কুলার অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ। এবছর, ডিটিজিতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুই দিনব্যাপী ফ্যাশন শো। যা ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০১৫, আইসিসিবির ৩ নং হলে পরিবেশিত হবে। অন্যান্য সংস্করণের মত এবারও ডিটিজি মেলাটি সুযোগ করে দেবে এক ছাদের নিচে দেশী-বিদেশী ইন্ডাস্ট্রি প্রফেশনাল, ম্যানুফ্যাকচারার, সাপ্লাইয়ার প্রত্যেককে একত্রে যুক্ত হবার। দেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের স্টেকহোল্ডারদের জন্য এ আয়োজনটিতে অংশগ্রহণের কোনো বিকল্প নেই। প্রদর্শনীটির লক্ষ্য, স্থানীয় উদ্যোক্তাদের সংশ্লিষ্ট শিল্পে আরও বিনিয়োগে আগ্রহী করে তোলা এবা অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাদের পরিচয় ঘটানো। ডিটিজি মেলাটি বিশ্বব্যাপী বাংলাদেশ ও বিটিএমএ-এর ভাবমূর্তির পরিচায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “প্রতিষ্ঠান উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।” প্রতিষ্ঠানগুলোকে সর্বনিম মূল্যে সৌরবিদ্যুতের প্যানেল জয় করার পরামর্শ দিয়ে তিনি গ্যাস ও পল্লী বিদ্যুৎ ব্যবহারের বিকল্প হিসেবে সৌরবিদ্যুতে বিনিয়োগ করার আহ্বান জানান। এলডিসি থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হয়তো আর থাকবে না, উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং যেকোনোভাবে তাদের বিভিন্ন ফিক্সড কস্ট গ্রাস করতে হবে।”

এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান বলেন, “এই ধরনের মেশিনারী মেলা শিল্পের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তি খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জনাব শওকত আজিজ রাসেল বলেন, “টেক্সটাইল খাতে ইতোমধ্যে প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যার মাধ্যমে এখন আমরা দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য ১০০% নিট পোশাক সরবরাহের সক্ষমতা তৈরি করেছি।”

তিনি বলেন, “সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম এবং ব্যাংকের সুদের হার সম্পর্কে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারবো। আমরা বিনিয়োগকারীরা এই নিয়ে কোন ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না।”

Related Posts

ফুলব্রাইট স্কলারদের অভিনন্দন জানালেন ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্স

ফুলব্রাইট স্কলারদের অভিনন্দন জানালেন ইউএস চার্জ দ্যা অ্যাফেয়ার্স

২০২৫-২৬ সালের ফুলব্রাইট বিদেশি শিক্ষার্থী ও বিদেশি ভাষা শিক্ষণ সহকারী কর্মসূচিতে নির্বাচিত অংশগ্রহণকারীদের যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে তাদের…

Jul 31, 2025
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025

শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর (Sri Lanka Convention Bureau – SLCB) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত SL-MICE Expo 2025।…

Jul 31, 2025
দীর্ঘ ৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

দীর্ঘ ৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) দেশটিতে দীর্ঘ ৪ বছর ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।…

Jul 31, 2025
Scroll to Top