আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।