বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই দুপুর ২টায় ওয়াশিংটনে এ আলোচনা শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয় অনানুষ্ঠানিক প্রাথমিক বৈঠক।
বুধবার (৩০ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।