জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের কার্যক্রমের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে একটি এক্সপ্লোরেটরি মিটিংয়ের আয়োজন করে। সোমবার, ৭ জুলাই ২০২৫, ঢাকার ইউএন হাউসে আয়োজিত এই বৈঠকে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI)-এর বোর্ড মেম্বার ও সচিবালয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বৈঠকে JBCCI-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মি. মানাবু সুগাওয়ারা, মি. একেএম আহমেদুল ইসলাম বাবু, মি. হিরোশি উএগাকি এবং মি. রবিউল আলম। এছাড়াও, JBCCI-এর নির্বাহী পরিচালক মিস তাহেরা আহসান ও সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
ডব্লিউএফপির পক্ষ থেকে নেতৃত্ব দেন Ms. Ji Young Kim, পার্টনারশিপ টিম লিড, যিনি বাংলাদেশের ৫০ বছরের ডব্লিউএফপি কার্যক্রমের একটি উপস্থাপনা প্রদান করেন। তিনি বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্যক্রম, কর্মসূচি এবং সেগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এরপর সংস্থাটির সাপ্লাই চেইন এবং প্রোকিওরমেন্ট (ক্রয় ব্যবস্থা) সংক্রান্ত একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করা হয় এবং বেসরকারি খাতের জন্য সম্ভাব্য অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্রসমূহ তুলে ধরা হয়। ডব্লিউএফপির পক্ষে আরও উপস্থিত ছিলেন- মি. মাহফুজ আলম, প্রধান, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স; মি. মো. সাব্বির আহমেদ, প্রোগ্রাম অ্যাসোসিয়েট, স্কুল ফিডিং প্রোগ্রাম; এবং মি. মায়রন কামেনসা, অফিসার-ইন-চার্জ, সাপ্লাই চেইন।
বৈঠকে এক প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে JBCCI প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডব্লিউএফপি কর্মকর্তারা।