July 31, 2025

  • Home
  • All
  • জাপান দূতাবাসে “Origins of Vision” শিল্প প্রদর্শনীর সফল সমাপ্তি
Image

জাপান দূতাবাসে “Origins of Vision” শিল্প প্রদর্শনীর সফল সমাপ্তি

জাপান দূতাবাস এবং হারনেট ফাইন আর্টস ও হারনেট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী গ্রুপ আর্ট এক্সিবিশন “Origins of Vision”-এর সমাপনী অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই ২০২৫) সন্ধ্যায় জাপান দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ফারিদা জামান, স্থপতি এফ.আর. খান এবং দুরজয় রহমান, প্রতিষ্ঠাতা, দুরজয় বাংলাদেশ ফাউন্ডেশন। এছাড়া, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রখ্যাত শিল্পী, কূটনীতিক এবং শিল্পানুরাগীরা।

প্রদর্শনীর প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন আলিশা প্রাধান, সেক্রেটারি-জেনারেল, হারনেট ফাউন্ডেশন এবং হারনেট ফাইন আর্টস-এর প্রধান। হারনেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির প্রাধান ছিলেন প্রদর্শনীর অন্যতম আয়োজক।

সমাপনী বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি প্রদর্শনীর সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী অনেক শিল্পীই জাপানে অধ্যয়ন কিংবা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা জাপানি ও বাংলাদেশি শিল্পরীতির এক অনন্য সমন্বয় তুলে ধরেছে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, গত ৩০ মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর বৈঠকে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন। এই প্রদর্শনীর মতো উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চলা এই প্রদর্শনীতে ৪৭ জন খ্যাতিমান ও উদীয়মান বাংলাদেশি শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে প্রদর্শনীতে আয়োজন করা হয় জাপানি সাংস্কৃতিক কার্যক্রম যেমন—চা অনুষ্ঠান (Tea Ceremony), ওরিগামি এবং ইকেবানা প্রদর্শনী।

প্রদর্শনীতে বাংলাদেশের প্রথিতযশা শিল্পগুরু জয়নুল আবেদিন, এস.এম. সুলতান, কিবরিয়া, নোভেরা আহমেদ, রশীদ চৌধুরী, কামরুল হাসান এবং সফিউদ্দিন আহমেদ-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের সংরক্ষিত শিল্পকর্ম প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থাপন করা হয়।

Related Posts

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী “যুব ডিভিডেন্ড” ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গড়ার ওপর…

Jul 31, 2025
ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

বুধবার (৩০ জুলাই, ২০২৫) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মরক্কো দূতাবাসের আয়োজনে উদযাপিত হলো মরক্কোর জাতীয় দিবস থ্রোন ডে। এদিনটি…

Jul 31, 2025
চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৫) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও…

Jul 31, 2025
Scroll to Top