জাপান দূতাবাস এবং হারনেট ফাইন আর্টস ও হারনেট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী গ্রুপ আর্ট এক্সিবিশন “Origins of Vision”-এর সমাপনী অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই ২০২৫) সন্ধ্যায় জাপান দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ফারিদা জামান, স্থপতি এফ.আর. খান এবং দুরজয় রহমান, প্রতিষ্ঠাতা, দুরজয় বাংলাদেশ ফাউন্ডেশন। এছাড়া, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রখ্যাত শিল্পী, কূটনীতিক এবং শিল্পানুরাগীরা।
প্রদর্শনীর প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন আলিশা প্রাধান, সেক্রেটারি-জেনারেল, হারনেট ফাউন্ডেশন এবং হারনেট ফাইন আর্টস-এর প্রধান। হারনেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির প্রাধান ছিলেন প্রদর্শনীর অন্যতম আয়োজক।

সমাপনী বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি প্রদর্শনীর সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী অনেক শিল্পীই জাপানে অধ্যয়ন কিংবা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা জাপানি ও বাংলাদেশি শিল্পরীতির এক অনন্য সমন্বয় তুলে ধরেছে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, গত ৩০ মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর বৈঠকে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সম্মত হন। এই প্রদর্শনীর মতো উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চলা এই প্রদর্শনীতে ৪৭ জন খ্যাতিমান ও উদীয়মান বাংলাদেশি শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে প্রদর্শনীতে আয়োজন করা হয় জাপানি সাংস্কৃতিক কার্যক্রম যেমন—চা অনুষ্ঠান (Tea Ceremony), ওরিগামি এবং ইকেবানা প্রদর্শনী।
প্রদর্শনীতে বাংলাদেশের প্রথিতযশা শিল্পগুরু জয়নুল আবেদিন, এস.এম. সুলতান, কিবরিয়া, নোভেরা আহমেদ, রশীদ চৌধুরী, কামরুল হাসান এবং সফিউদ্দিন আহমেদ-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের সংরক্ষিত শিল্পকর্ম প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থাপন করা হয়।