July 30, 2025

  • Home
  • All
  • জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু
Image

জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষে “Origin of Vision” শীর্ষক গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব আগামী ১৮ জুলাই শুরু

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫৪ বছরপূর্তি উপলক্ষে হারনেট ফাইন আর্টস এবং ঢাকায় জাপান দূতাবাসের যৌথ আয়োজনে আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে “Origin of Vision”—একটি তাৎপর্যপূর্ণ গ্রুপ আর্ট এক্সহিবিশন ও সাংস্কৃতিক উৎসব। ২৬ জুলাই পর্যন্ত চলবে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হবে ভিজ্যুয়াল আর্ট, সাংস্কৃতিক সংলাপ এবং দুই দেশের অভিন্ন ঐতিহ্যের সৌন্দর্য।

প্রদর্শনীতে বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলের ৪৭ জন খ্যাতনামা ও উদীয়মান সমকালীন শিল্পীর শক্তিশালী শিল্পকর্ম প্রদর্শিত হবে। পাশাপাশি, থাকবে বাংলাদেশের শিল্পজগতের পথিকৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক বিশেষ ট্রিবিউট সেগমেন্ট।

“Origin of Vision” আয়োজনে থাকছে কিউরেটেড আর্ট টক, লাইভ পারফর্মেন্স এবং দর্শনার্থীদের জন্য ইন্টারঅ্যাকটিভ জাপানি সংস্কৃতির অভিজ্ঞতা—যেমন ইকেবানা (জাপানি ফুল সজ্জা), ওরিগামি (কাগজ ভাঁজ করে শিল্প তৈরি) এবং ঐতিহ্যবাহী চা অনুষ্ঠান, যা দর্শকদের নিয়ে যাবে জাপানি ধ্যান ও শৃঙ্খলার অনন্য জগতে।

এই ব্যতিক্রমধর্মী প্রদর্শনীতে অংশ নিচ্ছেন: আব্দুল মান্নান, আবদুস সাত্তার, আবদুস শাকুর শাহ, আবু জাফর, আহমেদ নবাজ, আহমেদ শামসুদ্দোহা, আলপ্তগিন তুষার, আনিসুজ্জামান আনিস, বিরেন সোম, দিলরুবা লতিফ, এলহাম হক খুকু, ফাহমিদা খাতুন, ফারেহা জেবা, ফারিদা জামান, জিএম খলিলুর রহমান, ইসমাইল চৌধুরী, জুলিয়া লেব্রাও সেনদ্রা, কারু তিতাস, কুহু প্লামন্ডন, মো. মুনিরুজ্জামান, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইকবাল, মনিদীপা দাশগুপ্ত, মনিরুল ইসলাম, মুস্তাফা খালিদ পলাশ, নাঈমা হক, প্রদ্যুত কুমার দাস, প্রীমা নাজিয়া আন্দালীব, প্রীতি আলী, রঞ্জিত দাস, রাসেল রানা, রাশেদুল হুদা, রেজাউল হক, রেজাউন নবী, রোকেয়া সুলতানা, সেলিম আহমেদ, সামিনা নাফিস, শাহাবুদ্দিন আহমেদ, শামীম সুবরানা, শেখ আফজাল, সুলেখা চৌধুরী, সুনীল কুমার, সৈয়দ জাহিদ ইকবাল, তারুণ ঘোষ, তেজেশ হালদার জশ, উত্তম কুমার কর্মকার এবং জিয়াউর রহমান।

Related Posts

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা…

Jul 30, 2025
মোহাম্মদ আলী ইবিএফসিআই-বাংলাদেশ এর পরিচালক ও কান্ট্রি হেড হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন

মোহাম্মদ আলী ইবিএফসিআই-বাংলাদেশ এর পরিচালক ও কান্ট্রি হেড হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন

বাংলাদেশে আন্তর্জাতিক সহযোগিতা ও কৌশলগত সম্পৃক্ততার এক গুরুত্বপূর্ণ অগ্রগতিতে, মোহাম্মদ আলী ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (EBFCI)-এর…

Jul 30, 2025
ওয়াশিংটনে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

ওয়াশিংটনে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই…

Jul 30, 2025
Scroll to Top