সোমবার (৭ জুলাই, ২০২৫) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।

সাক্ষাৎকালে দুইপক্ষ বিদ্যুৎ খাতে দ্বিপাক্ষিক এবং উপ-আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন। ইতোমধ্যে যেসব অগ্রগতি হয়েছে, উভয়েই তা স্বীকার করে ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও দৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।