August 10, 2025

  • Home
  • All
  • প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো বৈশাখী মেলা ১৪৩২’র উদ্বোধন
Image

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রথমবারের মতো বৈশাখী মেলা ১৪৩২’র উদ্বোধন

‘উৎসব হোক সবার’ এই স্লোগানকে ধারণ করে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ রোববার (১৩ এপ্রিল ২০২৫) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা ১৪৩২’র বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

বৈশাখী উৎসবকে ঘিরে তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। ঢাকার অন্যতম অভিজাত এই হোটেলের মেইন লবি, লবি লাউঞ্জ ও টেরাকোটার পাশের এলাকা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে এই আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও হোটেল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান নাসরীন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ ডি’ অ্যাফেয়ার্স মিঃ মিশেল লি, শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব-গ্রেড ১) জনাব আনোয়ার হোসেন চৌধুরী এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরীন।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসরাত হোসেন খান, কোম্পানি সচিব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহমেদ, ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক কাজি মোয়াজ্জেম হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা ও মার্কেটিং ইনচার্জ মোঃ নাফিউজ্জামান।

উদ্বোধনী আয়োজনে শিশুশিল্পীদের পরিবেশনায় বাঙালির বৈশাখী সংগীত দর্শকদের মুগ্ধ করে তোলে। পরে অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।

মেলায় রয়েছে ২৫টিরও বেশি স্টল, যেখানে দর্শনার্থীরা পেতে পারেন বাঙালির ঐতিহ্যবাহী হস্তশিল্প, কুটিরশিল্প, দেশীয় কাপড়, জুয়েলারি, কসমেটিকস্‌সহ নানা পণ্য। হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে দেশীয় খাবারের নানা স্বাদ, যা মিলবে সুলভ মূল্যে।

পরিবার ও শিশুদের জন্য আয়োজন করা হয়েছে বায়স্কোপ, টিয়া পাখির খেলা ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন—সবই একদম ফ্রি! পাশাপাশি আছে মেহেদি ও ফেইস পেইন্টিংয়ের আয়োজন, যা পাওয়া যাবে খুবই সুলভ দামে। মেলা জুড়ে চলবে বৈশাখী সংগীত, যা বাড়িয়ে দেবে উৎসবের আনন্দ।

এছাড়া হোটেলের জনপ্রিয় রেস্টুরেন্ট ক্যাফে বাজারে চলছে তিন দিনব্যাপী ‘স্বাদে ঘ্রাণে বাঙালিয়ানা’ বৈশাখী খাদ্য উৎসব। এতে প্রায় ২০০ প্রকার দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে নির্দিষ্ট ২০টিরও বেশি ব্যাংকের কার্ড ব্যবহার করে পাওয়া যাবে “বাই ওয়ান, গেট ওয়ান/টু/থ্রি ফ্রি” বুফে অফার।

রিজার্ভেশনের জন্য রয়েছে ২৪ ঘণ্টার হটলাইন: ০১৭১৩৩৮২৬০৯

Related Posts

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সরকারি মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১১-১৩ আগস্ট ২০২৫…

Aug 10, 2025
ফরাসি দূতাবাসের উদ্যোগে নারী অভিবাসীদের পুনর্বাসন প্রকল্প উদ্বোধন

ফরাসি দূতাবাসের উদ্যোগে নারী অভিবাসীদের পুনর্বাসন প্রকল্প উদ্বোধন

ফরাসি পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে “কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব মাইগ্রেশন: রিইন্টিগ্রেশন অব উইমেন মাইগ্র্যান্টস” শীর্ষক…

Aug 10, 2025
ব্রিটিশ হাইকমিশনারের হাতে শাহীন আনামের এমবিই পদক গ্রহণ

ব্রিটিশ হাইকমিশনারের হাতে শাহীন আনামের এমবিই পদক গ্রহণ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ৬ আগস্ট ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন ‘মানুষের জন্য…

Aug 10, 2025
Scroll to Top