সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ সাঈদ বিন সরুর আল সারকি-এর সঙ্গে মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) এক সৌজন্য সাক্ষাৎ করেন দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান। উক্ত বৈঠকে বাংলাদেশ ও ফুজাইরাহ-এর মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান শেখ সাঈদ সারকি কনসাল জেনারেলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ফুজাইরাহ-র ব্যবসায়ীদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে তাঁর চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ফুজাইরাহ-এর ভৌগোলিক সুবিধা তুলে ধরে সরাসরি বিমান ও নৌযোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

কনসাল জেনারেল রাশেদুজ্জামান বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি শেখ সাঈদ সারকি-কে বাংলাদেশ সফরের জন্য ফুজাইরাহ-এর ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আহ্বান জানান, যাতে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
এ সময় তিনি ফুজাইরাহ-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে চেম্বারের সহায়তা কামনা করেন এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত দ্রব্য, ওষুধ, চামড়া ও কৃষিপণ্যের আমদানির সম্ভাবনার বিষয়ে অবহিত করেন।

ফুজাইরাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে চেম্বারের ভাইস চেয়ারম্যান সরুর হামাদ ওবাইদ হামাদ জউহারি, বোর্ড সদস্য আহমেদ জাহের আলমাদানি, ডিরেক্টর জেনারেল সুলতান জামেই আল হিনদাসি এবং বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার ও প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।