চীন-বাংলাদেশ এন্টারপ্রাইজ কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৫ আগস্ট ২০২৫) রাজধানীর গুলশানে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) কার্যালয়ে। বৈঠকটি আয়োজিত হয় চীনের আনহুই প্রাদেশিক পিপলস গভর্নমেন্ট ও বাংলাদেশস্থ চীনা দূতাবাসের ২৫ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে।

বৈঠকে মূলত সৌর বিদ্যুৎ, কৃষি, ইলেকট্রিক ভেহিকেল, কোল্ড স্টোরেজ ও পোশাক খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব খাতকে বাংলাদেশ সরকারের মূল্য সংযোজনভিত্তিক অর্থনৈতিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আনহুই প্রাদেশিক পিপলস গভর্নমেন্টের ভাইস গভর্নর সান ইয়ং। এ সময় হেফেই মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের ভাইস মেয়র ওয়াং হাইশিয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর লিউ ইউইন, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (CEAB)-এর সভাপতি হান কুন, BCCCI-এর প্রশাসক মোসত. নারগিস মুরশিদা, চেম্বারের সদস্যবৃন্দ এবং CEAB প্রতিনিধিরা।