July 31, 2025

  • Home
  • All
  • বিআরটিএ চেয়ারম্যান মহোদয় এর সাথে বারভিডা প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত
Image

বিআরটিএ চেয়ারম্যান মহোদয় এর সাথে বারভিডা প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত

বিআরটিএ চেয়ারম্যান জনাব মো: ইয়াসীন এর সাথে বৃহস্পতিবার (২০-০২-২০২৪) বিকেলে বিআরটিএ কার্যালয়ে বারভিডা প্রতিনিধিদলের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বারভিডা প্রেসিডেন্ট জনাব আবদুল হক এর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজ রহমান, ভাইস প্রেসিডেন্ট – ১ জনাব সাইফুল ইসলাম (সম্রাট) ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রেসিডেন্ট মহোদয় বলেন, রিকন্ডিশন্ড মোটরযানের ‘অতিরিক্ত রেজিস্ট্রেশন ফিস’ প্রথা বিলুপ্তকরণ, নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির রেজিস্ট্রেশন ফিস বৈষম্য দূরীকরণ, রিকন্ডিশন্ড মোটরযান রেজিস্ট্রেশন সম্পাদনের পূর্ব সময়কালে বিআরটিএ’র অনুমোদিত গ্যারেজ নাম্বার ব্যবহারের ক্ষেত্রে হয়রানি থেকে পরিত্রান ব্যবস্থাকরণ সহ বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়াও সেক্রেটারি জেনারেল জনাব রিয়াজ রহমান বিআরটিএ চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করে বলেন- আমদানিকৃত রিকন্ডিশন্ড পিক-আপ এবং কাভার্ড ভ্যান এর নিবন্ধন সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসন খুবই জরুরি। এ যাবত যে পদ্ধতি এবং প্রথা অনুসরন করে আমদানিকৃত রিকন্ডিশন্ড পিকআপ এবং কাভার্ড ভ্যানের নিবন্ধন হয়ে আসছে, তার আলোকে পন্য পরিবহনে নিয়োজিত সংশ্লিষ্ট মোটরযানের নিবন্ধন অব্যাহত রাখতে জরুরি নির্দেশনা কামনা করেন এবং বারভিডা ড্রাইভিং স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গঠনে আগ্রহী বলে চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন।

কার্যনির্বাহী সদস্য ও বিআরটিএ বিষয়ক (চট্টগ্রাম) স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব মো: জহির ইকবাল বলেন- চট্টগ্রাম বিআরটিএ অফিসের কার্যক্রম ধীরগতি তা দ্রুত সম্পাদনের ব্যবস্থা, চট্টগ্রাম বিআরটিএ’তে ৫ বছরের অধিক পুরনো গাড়ি রেজিস্ট্রেশন বন্ধ, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান করেন।

বিআরটিএ চেয়ারম্যান বারভিডার প্রস্তাবসমূহ ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় বিআরটিএ পরিচালক(ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস উপস্থিত ছিলেন।

সভায় বারভিডার জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি জনাব জোবায়ের রহমান, কার্যনির্বাহী সদস্য ও বিআরটিএ (ঢাকা) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবীর ভূঁইয়া, বিআরটিএ (চট্টগ্রাম) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব মো: জহির ইকবাল, জনাব কে. এম. শফিউল্লাহ (রনি) ও সাধারণ সদস্য আই. আর স্প্রিড এর স্বত্বাধিকারী জনাব এস. এম. ইকবাল শামিম উপস্থিত ছিলেন।

Related Posts

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী “যুব ডিভিডেন্ড” ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গড়ার ওপর…

Jul 31, 2025
ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

বুধবার (৩০ জুলাই, ২০২৫) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মরক্কো দূতাবাসের আয়োজনে উদযাপিত হলো মরক্কোর জাতীয় দিবস থ্রোন ডে। এদিনটি…

Jul 31, 2025
চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৫) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও…

Jul 31, 2025
Scroll to Top