উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সফররত চীনা চিকিৎসক দল।
চীনের উহান থার্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম শনিবার (২৬ জুলাই ২০২৫) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে তাদের কার্যক্রম অব্যাহত রাখে।

তারা আহতদের ক্ষত পরিদর্শন করে ইনফেকশন প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ দেন, ক্ষত পরিষ্কার ও ড্রেসিং পরিবর্তনে সহায়তা করেন এবং সার্জারির প্রস্তুতিমূলক কাজের পাশাপাশি আর্টেরিয়াল পাংচারেও অংশ নেন। বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে রোগীদের চিকিৎসা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি সিঙ্গাপুর ও ভারতের মেডিকেল টিমের সাথেও যৌথ কনসালটেশন সভায় অংশগ্রহণ করেন চীনা চিকিৎসকরা।
চীনা মেডিকেল দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে আহতদের চিকিৎসায় যতটা সম্ভব, তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এ সংকটময় মুহূর্তে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।