ঢাকাস্থ জার্মান দূতাবাস ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
এক বিবৃতিতে জার্মান দূতাবাস জানায়, “মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের সদস্য, আহতরা এবং পুরো স্কুল কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
দূতাবাস আরও জানায়, “এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
বিবৃতিতে আরও বলা হয়, “এই শোকাবহ সময়ে আমরা বাংলাদেশের জনগণের পাশে রয়েছি এবং সাহস ও সহানুভূতির সাথে যারা প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন—তাদের, বিশেষ করে চিকিৎসক ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।”