সোমবার (২৮ জুলাই, ২০২৫) রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী (60th Anniversary of Maldivian Independence) উদযাপন করেছে বাংলাদেশে অবস্থিত মালদ্বীপ হাই কমিশন।
অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানানোর জন্য মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশিদ (Shiuneen Rasheed) উপস্থিত ছিলেন। মালদ্বীপের স্বাধীনতার ৬০তম বার্ষিকী উপলক্ষে ‘প্রবাসে বাংলার মুখ’-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সম্পাদক প্রকৌশলী মোঃ সজীবুল-আল-রাজীব।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণিল। বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।