বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত জনাব ঘনশ্যাম ভাণ্ডারি সোমবার (২১ জুলাই) সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ঢাকায় অনুষ্ঠিত ২০২৫ সালের কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ‘সমকালীন নেপাল: পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন প্রেক্ষাপট এবং নেপাল-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করেন।


রাষ্ট্রদূত তার বক্তব্যে নেপালের পররাষ্ট্রনীতির বিকাশ, নীতিগত দৃষ্টিভঙ্গি এবং বর্তমান কূটনৈতিক অগ্রাধিকারসমূহ তুলে ধরেন। তিনি নেপালের জাতীয় নিরাপত্তা কাঠামো সম্পর্কেও আলোচনা করেন এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের পেছনে থাকা মূল প্রাধান্য ও উদ্যোগগুলোর ওপর আলোকপাত করেন।

বক্তৃতার পর অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে কোর্সের অংশগ্রহণকারীরা রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং রাষ্ট্রদূত অত্যন্ত আন্তরিকতার সাথে উত্তর প্রদান করেন।