August 1, 2025

  • Home
  • All
  • সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025
Image

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025

শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর (Sri Lanka Convention Bureau – SLCB) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত SL-MICE Expo 2025। আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আয়োজিত এই আন্তর্জাতিক ইভেন্টটি মাইস (MICE – Meetings, Incentives, Conferences, and Exhibitions) খাতকে বিশ্বমানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে।

এই এক্সপো হবে স্থানীয় ও আন্তর্জাতিক মাইস পেশাজীবীদের জন্য একটি গতিশীল বাণিজ্যিক প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের পণ্য, সেবা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরতে পারবেন। পাশাপাশি, এটি ব্যবসা সম্প্রসারণ, নেটওয়ার্কিং এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য সুযোগ করে দেবে।

শ্রীলঙ্কার উপ-পর্যটনমন্ত্রী রুয়ান রানাসিংহে (Ruwan Ranasinghe, M.P.) বলেন, “সরকার ইতোমধ্যেই দেশের মাইস খাতকে পর্যটন শিল্পের একটি প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে।” তিনি আরও জানান, “SL-MICE Expo 2025 এ দেশের মধ্যাঞ্চলের মাইস সম্ভাবনা বিশেষভাবে বিদেশি MICE ক্রেতা ও আন্তর্জাতিক মিডিয়ার সামনে তুলে ধরা হবে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর চেয়ারম্যান ধীরা হেত্তিয়ারাচ্চি (Dheera Hettiarachchi) বলেন, “এই ইভেন্টে অংশগ্রহণের জন্য আমরা ভারত, চীন, পাকিস্তান, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, স্পেন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন প্রধান আন্তর্জাতিক বাজার থেকে MICE ক্রেতা ও মিডিয়া প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি।”

তিনি আরও জানান, “ইতোমধ্যে ২৫টিরও বেশি দেশ থেকে ৪০০টির বেশি হোস্টেড বাইয়ার ও মিডিয়া প্রতিনিধির আবেদন পেয়েছি, যাদের মধ্য থেকে ১০০ জন হোস্টেড বাইয়ার এবং ১৫ জন মিডিয়া প্রতিনিধি নির্বাচন করা হবে।”

এই আয়োজনের মাধ্যমে শ্রীলঙ্কা কেবল তাদের পর্যটন শক্তিকে তুলে ধরবে না, বরং বৈশ্বিক মাইস ইন্ডাস্ট্রিতে নিজেদের একটি শক্তিশালী অংশীদার হিসেবেও প্রতিষ্ঠিত করবে।

Related Posts

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী “যুব ডিভিডেন্ড” ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গড়ার ওপর…

Jul 31, 2025
ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

বুধবার (৩০ জুলাই, ২০২৫) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মরক্কো দূতাবাসের আয়োজনে উদযাপিত হলো মরক্কোর জাতীয় দিবস থ্রোন ডে। এদিনটি…

Jul 31, 2025
চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৫) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও…

Jul 31, 2025
Scroll to Top