October 28, 2025

  • Home
  • All
  • সেমস-গ্লোবালের আয়োজনে ১৩–১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
Image

সেমস-গ্লোবালের আয়োজনে ১৩–১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে ২৯ বছরের ধারাবাহিকতায় আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ৩০তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন্স, ২৭তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন্স এবং ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৫। প্রদর্শনীসমূহ প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

২০ অক্টোবর, সোমবার রাজধানীতে সেমস বাংলাদেশের কার্যালয়ে, আসন্ন আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম, গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং পরিচালক অভিষেক দাস।

তিন দশক পূর্তি উদযাপন করতে যাওয়া বিল্ড সিরিজ অফ এক্সিবিশন্স ইতোমধ্যেই বাংলাদেশের সর্ববৃহৎ ও দীর্ঘমেয়াদি নির্মাণ ও আবাসন প্রদর্শনী হিসেবে পরিচিতি অর্জন করেছে। নির্মাণ সামগ্রী, প্রণালী, প্রযুক্তি ও সরঞ্জাম কেন্দ্রিক বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত এ আন্তর্জাতিক প্রদর্শনীর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে ‘৩০তম বিল্ড বাংলাদেশ ২০২৫’ এবং রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টর বিষয়ক ‘২৪তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে নির্মাণ সামগ্রী, আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, ইন্টেরিয়র ডিজাইন এবং যুগোপযোগী আবাসন সমাধান তুলে ধরা হবে। আয়োজক সূত্রে জানা যায়, দেশের নির্মাণ খাত বর্তমানে জিডিপির ৮ শতাংশের বেশি অবদান রাখছে। ১৭ কোটিরও বেশি জনসংখ্যা ও দ্রুত নগরায়নের কারণে আবাসন ও অবকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে। কাজেই, বিল্ড সিরিজ অফ এক্সিবিশন্স, সংশ্লিষ্ট খাতে প্রযুক্তি ও অংশীদারিত্ব বিনিময়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে পাওয়ার সিরিজ অব এক্সিবিশনস সংশ্লিষ্ট ‘২৭তম পাওয়ার বাংলাদেশ ২০২৫’, ‘২২তম সোলার বাংলাদেশ ২০২৫’ এবং ‘৭ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৫’। এ প্রদর্শনীসমূহ দেশের বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন, নবায়নযোগ্য জ্বালানি ও আলোক প্রযুক্তির সর্ববৃহৎ আন্তর্জাতিক আসর হিসেবে স্বীকৃত। প্রদর্শনীসমূহে থাকবে বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন প্রযুক্তি, সোলার ও নবায়নযোগ্য শক্তির সমাধান এবং জ্বালানি-সাশ্রয়ী আধুনিক আলোকপ্রযুক্তি। আয়োজকদের মতে, এসব উদ্যোগ টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে।

এছাড়া একই তারিখে ওয়াটার প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয়াদি নিয়ে অনুষ্ঠিত হবে ‘৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৫’। প্রদর্শনীতে পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের বাস্তবতায় এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০-এর লক্ষ্যকে সামনে রেখে এই প্রদর্শনী পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখবে।

আন্তর্জাতিক এ প্রদর্শনীসমূহে চীন, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশের ২০০ টির বেশি প্রদর্শক কোম্পানি অংশ নেবে। ৫০০-এরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে ৩৫ হাজারের বেশি ব্যবসায়ী ও দর্শনার্থী অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি থাকছে ৪টি সেমিনার ও জ্ঞান-বিনিময় সেশন, যেখানে বিশেষজ্ঞরা নির্মাণ, আবাসন, জ্বালানি ও পানি খাতের বৈশ্বিক প্রবণতা ও উদ্ভাবন নিয়ে আলোচনা করবেন।

প্রদর্শনীতে ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা ও এসএসজি-সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের সর্বশেষ পণ্য ও সেবা প্রদর্শন করবে। ‘২২তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’-এর নলেজ পার্টনার হিসেবে থাকছে জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা ‘জিআইজেড বাংলাদেশ’। ‘সেমস-গ্লোবাল’ ও ‘জিআইজেড বাংলাদেশ’-এর যৌথ আয়োজনে ১৫ অক্টোবর, অর্থাৎ প্রদর্শনীর শেষ দিনে, আইসিসিবির ৫ নম্বর পুষ্পাঞ্জলি হলে দিনব্যাপী ‘শেপিং টুমরো’স এনার্জি ওয়ার্কফোর্স (Shaping Tomorrow’s Energy Workforce)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া প্রদর্শনীসমূহের ভ্রমণ, কুরিয়ার ও কার্গো পার্টনার হিসেবে আছে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড।

Related Posts

হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে পাকিস্তানের সাথে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত

হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধিতে পাকিস্তানের সাথে বিএসটিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর স্বাক্ষরিত

বাংলাদেশের জাতীয় মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর সাথে পাকিস্তানের হালাল বিষয়ক সংস্থা-…

Oct 27, 2025
বাণিজ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বাণিজ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে সফররত পাকিস্তানের…

Oct 27, 2025
সরকারি সুবিধা বাড়বে সংবাদপত্র ও টিভি চ্যানেলে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

সরকারি সুবিধা বাড়বে সংবাদপত্র ও টিভি চ্যানেলে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে।…

Oct 27, 2025
Scroll to Top