August 3, 2025

  • Home
  • All
  • বিশ্বরঙ এর এবারের ঈদ আয়োজন
Image

বিশ্বরঙ এর এবারের ঈদ আয়োজন

ঈদ মানেই হাসি আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো! আসছে রোজার ঈদ, রোজার ঈদকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় ঈদ উদ্যাপনের সকল পরিকল্পনা। নতুন পোশাকের অপেক্ষায় থাকে সবাই। উৎসব পার্বন উৎযাপনে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক তাই উৎসব পাবর্নে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙ এর স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ৩০ বছর ধরে। এবারও তার ব্যাতিক্রম হয়নি এই ঈদে ফ্যাশনসচেতন ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্রময়তায় উপস্থাপন করেছে বিশ্বরঙ  ঈদ আয়োজনে।

“বিশ্বরঙ” এর পোশাক মানেই নতুনত্ব এবং ঐতিহ্যগত আভিজাত্যেও গর্বিত উপস্থাপনা। ঈদ উৎসবের রঙে বাড়তি মাত্রা যোগ করতে বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যাবহার করে বিশ্বরঙ  এবারেও ঈদ-উল-ফিতরের আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে, রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি রঙের ম্যাচিউরড টোন  এর পরিমিত ব্যবহার লক্ষ্যনীয়। কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, বøক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারী, কম্পিউটার এমব্রয়ডারী, হ্যান্ড এমব্রয়ডারী, কারচুপি, নকশী কাঁথা জারদৌসীসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল। এবারের ঈদ আয়োজনে বিশ্বরঙ প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে। বাচ্চাদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন সেই সাথে প্রাপ্ত বয়স্ক এবং নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। স্বাধ ও সাধ্যের সমন্ময়ে প্রিয়জনকে খুশি করতে বিশ্বরঙ নিয়ে এসেছে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে আকর্ষনীয় শাড়ী। যা পাওয়া যাবে বিশ^রঙ এর সকল শোরুমে।

সুদীর্ঘ ৩০ বছরে সারা দেশব্যাপী বিশ্বরঙ এর শোরুমে সুপ্রিয় শুভানুধ্যায়ীদের আগ্রহী পদচারনায় মুখরিত হয়েছে কৃতজ্ঞচিত্তে বারংবার। শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসেই শোরুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে www.bishworang.com.bd ফেইজবুক পেইজ BISHWORANG অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২, নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।

Related Posts

ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ

ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ

মরক্কোর মহামান্য রাজা মোহাম্মদ ষষ্ঠ, আল-কুদস কমিটির চেয়ারম্যান হিসেবে তাঁর মহান নির্দেশনা জারি করেছেন ফিলিস্তিনের জনগণের, বিশেষ করে…

Aug 2, 2025
বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী “যুব ডিভিডেন্ড” ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গড়ার ওপর…

Jul 31, 2025
ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

বুধবার (৩০ জুলাই, ২০২৫) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মরক্কো দূতাবাসের আয়োজনে উদযাপিত হলো মরক্কোর জাতীয় দিবস থ্রোন ডে। এদিনটি…

Jul 31, 2025
Scroll to Top