আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও লেবেলিং সল্যুশন সরবরাহকারী সুইডিশ কোম্পানি নিলর্ন এর বাংলাদেশ ইউনিট নিলর্ন বাংলাদেশ লিমিটেড এবার তাদের কারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (BSEZ)।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) নারায়ণগঞ্জের আরাইহাজারে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-এর দ্বিতীয় দিনে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। নিলর্ন বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন-এর ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় নিলর্ন বাংলাদেশ, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক কারখানা স্থাপন করবে, যেখানে বিশ্বমানের লেবেল, ট্যাগ এবং ব্র্যান্ডিং উপকরণ উৎপাদন করা হবে। এটি দেশের তৈরি পোশাক শিল্পকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।