July 31, 2025

  • Home
  • All
  • আকর্ষণীয় ছাড়ে চলছে স্বদেশ প্রোপার্টিজের ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’
Image

আকর্ষণীয় ছাড়ে চলছে স্বদেশ প্রোপার্টিজের ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’

রাজধানীর গুলশান-২ এর তাহের টাওয়ারে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড তাদের প্রধান কার্যালয়ে আয়োজন করেছে ‘স্বদেশ বৈশাখী আবাসন মেলা-১৪৩২’। গত শনিবার, ৩ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই হাউজিং মেলা চলবে আগামী ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত।

আবাসনপ্রেমীদের জন্য বিশেষভাবে আয়োজিত এই মেলায় থাকছে স্বদেশ প্রোপার্টিজের রাজউক অনুমোদিত “স্বর্ণালী” ও “সানভ্যালি” প্রকল্পের প্লট ও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সুযোগ। এসব প্লট এককালীন অর্থপ্রদানে ছাড়ে পাওয়া যাচ্ছে, তাছাড়া রয়েছে কিস্তিতে বুকিং সুবিধাও।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন প্রায় ৫,২০০ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্প দুটি ইতোমধ্যেই ভবন নির্মাণ উপযোগী হিসেবে প্রস্তুত। সানভ্যালি প্রকল্পটি আধুনিক নাগরিক সুবিধা ও পরিবেশবান্ধব পরিকল্পনার ভিত্তিতে গড়ে তোলা হচ্ছে, যার সংযোগ রয়েছে মাদানী এভিনিউ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের সঙ্গে।

প্রকল্পটির পাশেই গড়ে উঠেছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার সুবিধা—যেমন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্যার জন উইলসন স্কুল, এবং ইউনাইটেড মেডিকেল কলেজ। এছাড়া, প্রকল্প এলাকায় রয়েছে নিজস্ব ৮০ ফুট প্রশস্ত সড়ক, তিনটি খেলার মাঠ, হর্স রাইডিং স্কুল, প্রস্তাবিত মোনাশ ইউনিভার্সিটি, এবং ১৩০ ও ১০০ ফুট প্রশস্ত দুটি লেক—যা প্রকল্পের সৌন্দর্য ও বাসযোগ্যতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম জানান, “আমাদের প্রকল্পগুলো রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থার অনুমোদিত। আমরা ক্রেতাদের হাতে নিরাপদ ও সুপরিকল্পিত প্লট হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে স্বর্ণালী প্রকল্পের ৯৫% প্লট হস্তান্তর সম্পন্ন হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভূমি উন্নয়ন পরিচালক নাভিদ তানভিন অনন্ত, পরিচালক মো. রিয়াসাদ উদ্দিন, অবসরপ্রাপ্ত কর্নেল ও নির্বাহী পরিচালক এম. রকিবুল হক এবং বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মো. ইশফাক হোসেন।

মেলার মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছে “স্বদেশ প্রতিদিন”। আয়োজকরা জানান, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী সুপরিকল্পিত ও নিরাপদ আবাসনের প্রয়োজনীয়তা বাড়ছে। এই চাহিদা পূরণে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড কাজ করে যাচ্ছে বিগত ১৮ বছর ধরে।

মেলার বিস্তারিত জানতে আগ্রহীরা ০১৪০৪৪৯৯৭৮৬ নম্বরে ফোন করতে পারেন কিংবা স্বদেশ প্রোপার্টিজের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।

Related Posts

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশ-নেপাল যৌথ উদ্যোগে যুব শক্তির উপর জোর দিলেন নেপালের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী “যুব ডিভিডেন্ড” ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গড়ার ওপর…

Jul 31, 2025
ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

ঢাকায় মরক্কোর থ্রোন ডে উদযাপিত হলো

বুধবার (৩০ জুলাই, ২০২৫) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মরক্কো দূতাবাসের আয়োজনে উদযাপিত হলো মরক্কোর জাতীয় দিবস থ্রোন ডে। এদিনটি…

Jul 31, 2025
চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

চীন-বাংলাদেশ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদার হবে: স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৫) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও…

Jul 31, 2025
Scroll to Top