July 31, 2025

  • Home
  • All
  • বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাহরাইনের হীদ এলাকায় প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন
Image

বাংলাদেশ দূতাবাস কর্তৃক বাহরাইনের হীদ এলাকায় প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন

বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন শুক্রবার (২০ জুন ২০২৫) হীদ কমিউনিটি সেন্টারে বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে প্রবাসীদের জন্য একটি বিশেষ সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন করে। এ ক্যাম্পের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সকল ধরনের কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহরাইনের আইন-কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে দূতাবাস টীম ছাড়াও বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি নিজে কনস্যুলার ক্যাম্পে উপস্থিত থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে বিদেশী অতিথি এবং বাংলাদেশী প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাস কর্তৃক এ ধরনের সচেতনতামূলক সেমিনারের আয়োজনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বাহরাইনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার সকল প্রতিনিধিদেরকে সেমিনারে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশীদের উদ্দেশ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদানের জন্য দূতাবাসের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মকর্তাগণ উক্ত সেমিনার ও কনস্যুলার ক্যাম্পে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সচেতনতামূলক সেমিনার ছাড়াও দূতাবাস দিনব্যাপী মোবাইল কনস্যুলার সার্ভিস ক্যাম্পের আয়োজন করে, যাতে বাহরাইনের হীদ,গালালি, আরাদ এবং আশেপাশের এলাকার প্রবাসী বাংলাদেশীরা পাসপোর্ট সেবা, জন্ম নিবন্ধন, আইনি সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসেবা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন কনস্যুলার এবং শ্রম কল্যাণ সেবা খুব সহজে গ্রহণ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ উক্ত সেমিনারে অংশ নেন এবং ক্যাম্পে দেওয়া বিভিন্ন সেবা গ্রহণ করেন। আগত প্রবাসীরা দূতাবাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, এ ধরনের প্রবাস বান্ধব কনসুল্যার সেবা বাহরাইনের বিভিন্ন স্থানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় পর্যায়ক্রমে প্রদান করা হবে।

Related Posts

আলিয়ঁস ফ্রঁসেজ ও ভ্রমণ-এর উদ্যোগে ‘ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক: ভাষা, সংস্কৃতি ও পর্যটন’ শীর্ষক গোলটেবিল আলোচনা

আলিয়ঁস ফ্রঁসেজ ও ভ্রমণ-এর উদ্যোগে ‘ফ্রান্স-বাংলাদেশ সম্পর্ক: ভাষা, সংস্কৃতি ও পর্যটন’ শীর্ষক গোলটেবিল আলোচনা

ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ও ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ গোলটেবিল আলোচনা,…

Jul 30, 2025
এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC) এর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান…

Jul 30, 2025
যুক্তরাষ্ট্রের ভুট্টা সাশ্রয়ী, প্রতিযোগিতামূলক দামে এবং সর্বোচ্চ মানসম্পন্ন: চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন

যুক্তরাষ্ট্রের ভুট্টা সাশ্রয়ী, প্রতিযোগিতামূলক দামে এবং সর্বোচ্চ মানসম্পন্ন: চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নিযুক্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি জ্যাকবসন এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে বাংলাদেশে ইউ.এস. গ্রেইনস কাউন্সিল…

Jul 30, 2025
Scroll to Top