বাংলাদেশে অবস্থিত মরক্কোর দূতাবাস বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে মরক্কোর গৌরবময় ‘থ্রোন ডে’। প্রতি বছর ৩০ জুলাই মরক্কো এই দিনটি উদযাপন করে দেশটির বর্তমান রাজা মোহাম্মদ ষষ্ঠ-এর সিংহাসনে আরোহণের বার্ষিকী হিসেবে।
মরক্কোর ‘থ্রোন ডে’ উপলক্ষে মরক্কোর চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. বুশাইব এজ-জাহরি (Mr. Bouchaib EZ-Zahri)-কে উপলক্ষে ‘প্রবাসে বাংলার মুখ’-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সম্পাদক প্রকৌশলী মোঃ সজীবুল-আল-রাজীব।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মরক্কোর ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক উন্নয়নযাত্রার উপর ভিত্তি করে প্রস্তুতকৃত প্রেজেন্টেশন ও পরিবেশনা।