August 5, 2025

  • Home
  • All
  • আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় লিটন কর-এর একক চিত্রপ্রদর্শনী “নারী, মহাবিশ্ব – তার অন্তহীন অসীমতা” উদ্বোধন ১৮ জুলাই
Image

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় লিটন কর-এর একক চিত্রপ্রদর্শনী “নারী, মহাবিশ্ব – তার অন্তহীন অসীমতা” উদ্বোধন ১৮ জুলাই

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হতে যাচ্ছে চিত্রশিল্পী লিটন কর-এর একক চিত্রপ্রদর্শনী “নারী, মহাবিশ্ব – তার অন্তহীন অসীমতা”। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৮ জুলাই সন্ধ্যা ৬টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী অধ্যাপক ফারিদা জামান, মোঃ মাহবুবুর রহমান (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, সিটি ব্যাংক পিএলসি), মাহরুখ মহিউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড) এবং খ্যাতনামা পর্বতারোহী নিশাত মজুমদার।

প্রদর্শনীতে লিটন কর নারীর আত্মিকতা, স্মৃতি ও মহাজাগতিক অবস্থানকে বিশ্লেষণধর্মী ও কাব্যিক ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন। প্রদর্শিত হবে তাঁর আঁকা ২৫টি বৃহৎ আকারের তেলচিত্র, যেখানে নারীকে শুধু অবয়ব নয়, বরং প্রকৃতি, স্বপ্ন ও উত্তরাধিকারী স্মৃতিতে নিহিত এক শক্তিমান ও মৌলিক সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ক্যানভাসে ফুটে উঠেছে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ, শিল্পীর থিয়েটার, গল্প বলার কৌশল এবং সামাজিক বাস্তবতায় কাজ করার অভিজ্ঞতা।

চট্টগ্রামে জন্মগ্রহণকারী লিটন কর চারুশিল্পে স্নাতক শেষ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি চিত্রকলা ও সৃজনশীল শিল্পচর্চায় সক্রিয়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন দুটি সৃজনশীল সংস্থা—‘Shade’ ও ‘Italic’। তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ICU (I See You)’ ২০২২ সালে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে উদ্বোধনী ও সমাপনী দিনে (১৮ ও ২৬ জুলাই) বিকাল ৫:৩০ টায় ‘ICU (I See You)’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এছাড়া ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় ‘Post Office Society’ ব্যান্ডের সরাসরি সংগীত পরিবেশনা প্রদর্শনীকে একটি সাংস্কৃতিক পরিপূর্ণতা দেবে।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ২৬ জুলাই পর্যন্ত। সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। রোববার সাপ্তাহিক বন্ধ।

Related Posts

বাণিজ্য, জ্বালানি, শিক্ষাসহ বহুমুখী ক্ষেত্রে নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আহ্বান নেপালি রাষ্ট্রদূতের

বাণিজ্য, জ্বালানি, শিক্ষাসহ বহুমুখী ক্ষেত্রে নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আহ্বান নেপালি রাষ্ট্রদূতের

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরে উভয় দেশের মধ্যে বাণিজ্য,…

Aug 3, 2025
বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন

বাংলাদেশের নারী স্থপতি দৃষ্টি চাকমার সাফল্যে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইয়ের অভিনন্দন

অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশ জানিয়েছে—বাংলাদেশ ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাইদের প্রতিভা আজ বিশ্বমঞ্চে নতুন মাত্রা যুক্ত করছে। এরই ধারাবাহিকতায়…

Aug 3, 2025
ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে নিযুক্ত হলেন নাদিয়া ইতানি

ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে নিযুক্ত হলেন নাদিয়া ইতানি

বাংলাদেশে ডেনমার্কের দূতাবাসে ট্রেড ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স বিভাগের নতুন প্রধান হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিশেষজ্ঞ মিস…

Aug 3, 2025
Scroll to Top