August 8, 2025

  • Home
  • All
  • ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
Image

ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, শিল্পকলা একাডেমি, খুলনায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান। এতে আরও বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম, এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ ও খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। সম্মেলনে খুলনা জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ইসলামী ব্যাংক সকল শ্রেণি-পেশার মানুষের ব্যাংক। এ ব্যাংক দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে। সারাদেশে ইসলামী ব্যাংকের প্রায় ৬৫০০ ইউনিট নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে। এজেন্ট ব্যাংক প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। সাধারণ মানুষ এখন গ্রামে বসেই সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করছে। ইতোমধ্যেই এজেন্ট ব্যাংকগুলোতে বিনিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। তিনি সততা ও দক্ষতার সাথে যথাযথ নিয়মাচার পরিপালন করে সেবা প্রদান করার জন্য এজেন্ট মালিকদের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংকে আড়াই কোটি মানুষের আমানত রয়েছে। এ ব্যাংকে নতুন ১৭ হাজার কোটি টাকার ডিপোজিট এসেছে। যার ২৫% ডিপোজিট সংগৃহীত হয়েছে এজেন্ট ব্যাংকের মাধ্যমে। তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

সম্মেলনে তথ্য প্রকাশ করা হয়, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের ৪৭৩টি উপজেলায় ২৭৮৩টি এজেন্ট আউটলেটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা প্রদান করছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকসংখ্যা ৫০ লাখের বেশি। দেশের মোট এজেন্ট ব্যাংকিং আমানতের ৩৯% এবং বৈদেশিক রেমিট্যান্সের ৫৬% এককভাবে ধারণ করছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শুধু ২০২৪ সালে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে ২২৭৭ কোটি টাকা নতুন ডিপোজিট এবং ১৭ হাজার কোটি টাকা রেমিট্যান্স সংগৃহীত হয়েছে।

Related Posts

বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে…

Aug 7, 2025
হিরোশিমা দিবস উপলক্ষে লিবারেশন ওয়ার মিউজিয়ামের আয়োজনে জাপান রাষ্ট্রদূতের অংশগ্রহণ

হিরোশিমা দিবস উপলক্ষে লিবারেশন ওয়ার মিউজিয়ামের আয়োজনে জাপান রাষ্ট্রদূতের অংশগ্রহণ

লিবারেশন ওয়ার মিউজিয়ামের উদ্যোগে বুধবার (৬ আগস্ট, ২০২৫) অনুষ্ঠিত হলো ‘হিরোশিমা দিবস ২০২৫’ স্মরণ অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি…

Aug 7, 2025
সেনাপ্রধানের এর সাথে সৌদি রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের এর সাথে সৌদি রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত Dr. Abdullah Zafer H. Bin Abiyah, আজ বুধবার (৬ আগস্ট ২০২৫) সেনা…

Aug 6, 2025
Scroll to Top