সোমবার (৩০ জুন ২০২৫) তারিখে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ রইস হাসান সরোয়ার, এনডিসি, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (MOI) আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আব্দুর রহমান আল খালিফা- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা ও বিশেষভাবে প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণের বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অফিস ডাইরেক্টর, কলোনেল আব্দুল লতিফ আল সাদ ও উপস্থিত ছিলেন।