July 31, 2025

  • Home
  • All
  • মিরপুরে ইমন ও মিম উদ্বোধন করলেন ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট
Image

মিরপুরে ইমন ও মিম উদ্বোধন করলেন ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মিরপুরে চালু হল দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট। রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যাসিনহা সাহা মিম এই আউটলেটটি উদ্বোধন করেন। এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে, রাজধানীর মিরপুর-২-এ হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াসউদ্দীন বিশ্বাস সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি উপলক্ষে মিম তার বক্তব্যে বলেন, “দেশের নাম্বার অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সবধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে রাজধানী ঢাকার মিরপুরে। মিরপুরে হারল্যান স্টোরের এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত। “  

উক্ত অনুষ্ঠানে মামনুন হাসান ইমন বলেন, “অথেনটিক মানেই হারল্যান। হারল্যান স্টোর থাকায় এখন হাতের নাগালে ইনিওর, লিলি, হারল্যান, সিওডিল, ক্যাভোটিন এবং ব্লেইজ ও’ স্কিনের মত প্রিমিয়াম কোয়ালিটির অথেনটিক সব প্রোডাক্ট পাওয়া সহজ হয়েছে। এছাড়াও টাইলক্স, অরিক্স, একনল এর মত দৈনন্দিন ব্যবহারিক হোমকেয়ার পণ্যও রয়েছে এখানে। নকল ও ভেজাল থেকে মুক্তি দিয়ে ভোক্তাদের হাতের নাগালেই অথেনটিক সব কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রিমার্ক-হারল্যান।। “ 

হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসবলেন, “হারল্যান বরাবরই গ্রাহকদের সুযোগ সুবিধার ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে এসেছে। দেশজুড়ে বিভিন্ন লোকেশনে দেড়শতাধিক হারল্যান স্টোর ওপেন করে অথেনটিক পণ্য সবার কাছে সহজলভ্য করা থেকে নিয়ে আরও অনেক পরিষেবা নিয়ে এসেছে হারল্যান। তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর মিরপুরে উদ্বোধন হলো হারল্যান স্টোরের নতুন আউটলেট। এর মাধ্যমে মিরপুরের মত বিস্তৃত ও জনবহুল এলাকার বাসিন্দারা আরও সহজে অথেনটিক কসমেটিকস কিনতে পারবেন। শুধু তাই নয়, বিনামূল্যে স্কিন অ্যানালাইজার মেশিন দিয়ে ত্বকের যাবতীয় সমস্যা জানার সুবিধাও থাকছে এই আউটলেটে। ”

উল্লেখ্য, রিমার্ক এলএলসিইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানবৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।

Related Posts

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে SL-MICE Expo 2025

শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরোর (Sri Lanka Convention Bureau – SLCB) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত SL-MICE Expo 2025।…

Jul 31, 2025
দীর্ঘ ৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

দীর্ঘ ৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন

মিয়ানমারের জান্তা সরকার বৃহস্পতিবার (৩১ জুলাই, ২০২৫) দেশটিতে দীর্ঘ ৪ বছর ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।…

Jul 31, 2025
ঢাকায় মরক্কোর ‘থ্রোন ডে’ উদযাপন উপলক্ষে ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক প্রকৌঃ মোঃ সজীবুল-আল-রাজীব এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ঢাকায় মরক্কোর ‘থ্রোন ডে’ উদযাপন উপলক্ষে ‘প্রবাসে বাংলার মুখ’-এর সম্পাদক প্রকৌঃ মোঃ সজীবুল-আল-রাজীব এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশে অবস্থিত মরক্কোর দূতাবাস বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে মরক্কোর গৌরবময় ‘থ্রোন…

Jul 31, 2025
Scroll to Top