August 26, 2025

  • Home
  • All
  • রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য গালা কনসার্ট অনুষ্ঠিত
Image

রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য গালা কনসার্ট অনুষ্ঠিত

ঢাকার রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকা আয়োজিত এক বর্ণাঢ্য গালা কনসার্ট অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি রাশিয়া ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সুন্দর সমন্বয়ে দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার এক শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।

আনুষ্ঠানিক পর্বে ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধি এবং বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর বক্তব্য প্রদান করেন। তারা জাতীয় প্রতীকসমূহের গুরুত্ব এবং রাশিয়ান ত্রিবর্ণ পতাকার জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তাৎপর্যের ওপর আলোকপাত করেন।

সাংস্কৃতিক পর্বে খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীত দলসমূহ পরিবেশনা করে। শিক্ষার্থী দল “আকাশ’কোং” রুশ সঙ্গীত পরিবেশন করে, আর জনপ্রিয় রক ব্যান্ড “সোনার বাংলা সার্কাস” পরিবেশন করে রুশ সংগীতের পাশাপাশি নিজেদের মৌলিক বাংলা গান।

সন্ধ্যার সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ৩১ মিটার দীর্ঘ রাশিয়ান পতাকা দর্শকসারির মধ্য দিয়ে গাম্ভীর্যের সঙ্গে অগ্রসর হওয়া, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ আবেগ সৃষ্টি করে। অতিথিরা রাশিয়ার জাতীয় প্রতীকসমূহের সাথে ছবি তোলার এবং স্মারক উপহার গ্রহণের সুযোগও পান।

বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর মিস একাতেরিনা সেমেনোভা বলেন: “এই কনসার্ট কেবল রাশিয়ান জাতীয় পতাকা উদযাপন নয়, বরং আমাদের দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের এক সেতুবন্ধন। আমরা আমাদের বাংলাদেশি বন্ধুদের আন্তরিক অভ্যর্থনা ও যৌথ উদযাপনের জন্য কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠানে কূটনৈতিক মহল, বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী এবং প্রায় ৮,০০০ স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন। তারা সবাই অনুষ্ঠানটির সফল আয়োজন এবং রুশ-বাংলাদেশি সম্পর্ক জোরদারে এর অবদানের প্রশংসা করেন। বিপুল উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশের জনগণ রুশ সংস্কৃতির প্রতি আন্তরিক আগ্রহী এবং এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

Related Posts

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগে চীনের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতে বিনিয়োগে চীনের আগ্রহ প্রকাশ

চীন-বাংলাদেশ এন্টারপ্রাইজ কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৫ আগস্ট ২০২৫) রাজধানীর গুলশানে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি…

Aug 26, 2025
ঢাকা-সিউল সম্পর্ক জোরদার ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত

ঢাকা-সিউল সম্পর্ক জোরদার ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চতুর্থ দফা পরামর্শ বৈঠক (Foreign Office Consultations–FOC) মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫)…

Aug 26, 2025
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান: ওআইসি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান: ওআইসি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ…

Aug 26, 2025
Scroll to Top